Homeসব খবরক্রিকেটভাইজান এগিয়ে যান, কিন্তু কাউকে ধ্বংস করে নয় :...

ভাইজান এগিয়ে যান, কিন্তু কাউকে ধ্বংস করে নয় : রুবেল

একাদশে সুযোগ না পেয়ে ও দলের সাথে বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়িয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেন। সর্বশেষ গত মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন রুবেল হোসেন। কিন্তু এরপর থেকে জাতীয় দলের সাথে ছিলেন রুবেল। কিন্তু একাদশে জায়গা হয়নি কোন ম্যাচে।

নিউজিল্যান্ড সিরিজের পর জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ। ওই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি কোন ফরমেটে একাদশে সুযোগ পাননি রুবেল হোসেন। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন রুবেল।

সেখানেও একই দশা। ১০টি টোয়েন্টি ম্যাচের মধ্যে কোনো ম্যাচই একাদশে সুযোগ পাননি তিনি। একাদশে সুযোগ না পেয়ে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন রুবেল হোসেন। সেখানেও উপেক্ষিত ছিলেন রুবেল। বাছাইপর্বে তিনটি ম্যাচ এবং সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে কোনো ম্যাচই সুযোগ পাননি তিনি।

টানা তিনটি সিরিজ এবং একটি আইসিসি বৈশ্বিক টুর্নামেন্টের দলের সাথে থেকেও কোন ম্যাচের একাদশে সুযোগ পাননি রুবেল হোসেন। কিন্তু শেষপর্যন্ত কোন কারন ছাড়াই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ থেকে দল থেকে বাদ দেয়া হয়েছে রুবেল হোসেনকে।

এমতাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন এই পেসার। শনিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। ভাইজান এগিয়ে যান কিন্তু কাউকে ধ্বংস করে নয়।”

Advertisement