Homeফুটবলভক্তদের উদ্দেশ্যে নেইমার বললেন 'আস্থা রাখুন'

ভক্তদের উদ্দেশ্যে নেইমার বললেন ‘আস্থা রাখুন’

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। কিন্তু তাদের সবচেয়ে বড় তারকাকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এমনও শোনা যাচ্ছে, সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী সোমবারের ম্যাচে হয়তো দেখা যাবে না নেইমারকে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার।

এদিকে, নেইমার ভক্তদের চাঙ্গা করতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে পর্তুগিজ ভাষায় লেখা ‘আস্থা রাখুন’ শব্দটি। নিচে শব্দটির ব্যখ্যাও লেখা আছে- ‘সবকিছু ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস রাখা। এমনকি সেটি বিরুদ্ধ সময়েও। এটা নিশ্চিত যে সেরাটার দেখা পাওয়া এখনো বাকি। সময় হলেই দেখা পাওয়া যাবে। বিশ্বাস বা আস্থা মানুষ দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। ‘

উল্লেখ্য, সার্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৯ বার মারাত্মক ফাউলের শিকার হয়েছেন নেইমার। এর বাইরেও বাজে ট্যাকলের শিকার হয়েছেন। ৬৭ মিনিটে সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায়। ১৩ মিনিট পর মাঠ ছাড়ার পর দেখা যায় তার ডান পায়ের অ্যাঙ্কেল ফুলে গেছে। এরপর সাইডবেঞ্চে বসা নেইমারকে কাঁদতে দেখা গেছে।

Advertisement