Homeফুটবলব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল

ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে যায়। আর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় লিওনেল মেসির দল।

ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লটারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে এডউইন কারদোনার অ্যাসিস্ট থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল নির্ধারণ না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে জিতে ফাইনালে ব্রাজিলের সঙ্গী হয় আর্জেন্টিনা।

খেলা শুরুর চার মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত এক মুহূর্তের দেখা মেলে। ডি-বক্সের ভেতর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখানে থাকা লটারো মার্টিনেজের দিকে ক্রস করেন মেসি। লাফিয়ে উঠে লটারো বলে মাথা ছোঁয়ালেও তা গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।

প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ম্যাচের সাত মিনিটের মাথায় দলকে লিড এনে দেন লটারো। ডি-বক্সের ভেতর বল পেয়ে গোলের দিকেই এগোচ্ছিলেন মেসি কিন্তু জায়গা করে নিতে পারেননি শট নেওয়ার। তাই তো বল ব্যকপাস দিয়ে দেন লটারোর উদ্দেশে। এমন সহজ সুযোগ পেয়ে বল জালে পাঠাতে একচুলও ভুল করেননি লটারো। এতেই ১-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

গোল হজমের মাত্র দুই মিনিটের মাথায় সমতায় ফিরতে পারতো কলম্বিয়া। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে শট নেন হুয়ান কুয়াদ্রাদো থেকে গোলরক্ষকের খুব কাছে গিয়ে শট নিলেও এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করতে পারেননি তিনি।

Advertisement