Homeফুটবলব্যবসায়ীক কারণে ব্যালন ডি অর জিতেছে মেসি : মুলার

ব্যবসায়ীক কারণে ব্যালন ডি অর জিতেছে মেসি : মুলার

সপ্তম বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। দুই দিন পার হয়ে গেলেও ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক যেনো থামছেই না। বিশেষ করে রবার্ট লেভানদস্কির মত প্লেয়ারের হাতে ব্যালন ডি অর না উঠায় এবারের ব্যালন ডি অরকে অযোগ্য লোকের হাতে উঠেছে বলে মন্তব্য সাবেক অনেক ফুটবল লিজেন্ডের। সেই তারলিকায় রয়েছেন লেভানদস্কির সতির্থ মুলারও। তিনি মনে করেন ব্যাবসায়ীক কারণে মেসিকে এই পুঅরুস্কার দেওয়া হয়েছে।

২০২১ সালে সব ধরণের আর্জনেই লিওনেল মেসিকে ছাড়িয়ে গিয়েছেন রবার্ট লেভানদস্কি। লিওনেল মেসি শুধু এগিয়ে ছিল জাতীয় দলের অর্জনেই। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন তিনি। আর এটাই মেসির হাতে তুলে দিয়েছে ব্যালন ডি অর।মেসির এবারের ব্যালন ডি অর নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। তার মধ্যে থমাস মুলার বলেই দিয়েছে, ব্যবসায়ীক কারণেই মেসি ব্যালন ডি অর জিতেছে।

তিনি বলেন, “ব্যালন ডি অর লেভানদস্কির হাতে না উঠা হতাশার। তবে আমি একেবারে অবাক হয়নি। এটা ব্যাবসায়ীক হয়ে গেছে এবং সেটা দেখা গেছে ২০১৩ সালেও যখন রিবেরি এটার যোগ্য ছিল।”

Advertisement