Homeসব খবরক্রিকেটবোর্ড সভাপতির কাছে জবাবদিহি করতে হবে মুমিনুলদের

বোর্ড সভাপতির কাছে জবাবদিহি করতে হবে মুমিনুলদের

রোববার বাংলাদেশের হারের পরের মিরপুরের শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান। চেহারায় ছিল হতাশা; কথায় ছিল ক্ষুব্ধ ভাব। ক্রিকেটারদের হতাশজনক পারফরম্যান্সের সঙ্গে দলের গঠন নিয়েও তুলেছেন প্রশ্ন।

অধিনায়ক মুমিনুল হক ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ সবার কাছেই এই হোয়াইটওয়াশের জন্য জবাবদিহি চান নাজমুল। প্রশ্ন তুলেছেন দলে পেসারের ঘাটতি নিয়ে। দুই টেস্টেই একজন করে পেসার খেলিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি বললেন, ‘দলে পাঁচটা পেসার আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল, খেলেনি। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে নিশ্চিত করেছিল। কিন্তু খেলেনি কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। অধিনায়ক আর কোচ সিদ্ধান্ত নেয়। এখানে আমরা তো আর কেউ নেই! জবাবদিহি চাইবো সবার কাছে। শুধু অধিনায়ক আর কোচ না, সবার কাছে চাইবো।’

উল্লেখ্য, ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করলেও টেস্টে সিরিজে ঘটেছে উল্টো ঘটনা। প্রথম টেস্ট তিন উইকেটে আর দ্বিতীয় টেস্ট টাইগাররা হেরেছে মাত্র ১৭ রানে। দলের সিনিয়ররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি এই সিরিজে।

Advertisement