Homeসব খবরজেলার খবরবোচাগঞ্জে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বোচাগঞ্জে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি চাষের উপযোগী হওয়ার কারণে ফলনও বেশ ভালো পাচ্ছেন তারা। বোচাগঞ্জে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। লাভজনক হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের মতোই দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কৃষকরাও মাল্টা চাষে ঝুঁকছেন।

দিনাজপুরের এ উপজেলায় বিভিন্ন ধরণের ফল ও ফসলের চাষ হয়ে থাকে। তবে বিদেশি ফল মাল্টা চাষে লাভ বেশি হওয়ার কারণে স্থানীয়রা এই ফল চাষে ঝুঁকছেন। ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন অনেকেই। মাল্টা চাষি হুমায়ুন জলিল বলেন, তরমুজ চাষাবাদের পাশাপাশি ১৫০০ বারি-১ জাতের মাল্টার চারা রোপণ করা হয়। আমাদের প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। সামনের বছর কিছু গাছের ফল আসবে। কিন্তু আমরা ২০২২ সালে ফল নিবো।

আরেক মাল্টা চাষি সৈয়দ আলী জানান, এ বছর মাল্টার ফলন বেশ ভালো হয়েছে। এবার প্রায় ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি। এ ছাড়াও অনেক কৃষক আমার বাগান থেকে গাছের ডাল নিয়ে কলম করে মাল্টা চাষ শুরু করেছেন।

উপজেলার কৃষি কর্মকর্তা আরিফ আফজাল বলেন, আগের কৃষকরা অন্যান্য ফলের চাষ করলেও এখন অনেকেই মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। এ উপজেলায় ১৪ হেক্টর জমিতে মাল্টার চাষ করছেন কৃষকরা। আমরা কৃষকদের এ ফল চাষে পরামর্শ ও সহযোগিতা করছি।

Advertisement