Homeসব খবরবিনোদন‘বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা’ : চঞ্চল

‘বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা’ : চঞ্চল

অভিনেতা চঞ্চল চৌধুরী মঞ্চ, টেলিভিশন, সিনেমা সব মাধ্যমেই সমানভাবে সফল। ওপার বাংলাতেও তিনি জনপ্রিয় মুখ। বিশেষ করে ‘আয়নাবাজি’ এবং ‘হাওয়া’ বড় পর্দায় মুক্তির পর চঞ্চল তারকাখ্যাতি পেয়েছেন। ক্যারিয়ারে যুক্ত হয়েছে সাফল্যের পালক। বর্তমানে ‘ওটিটি’ প্ল্যাটফর্মেও তিনি প্রশংসিত।

এতো জনপ্রিয়তা, প্রশংসার পরেও চঞ্চল চৌধুরী মাটিতেই পা রেখেছেন। সারল্য তার ব্যক্তিত্বে ফুটে ওঠে। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে কথাগুলো লেখেন সেখানে জীবনের গভীর বোধের কথা থাকে। সে প্রমাণ আবার দেখা গেল।

দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ। চঞ্চল চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেইসবুকের মাধ্যমে। নিজের একটি ছবি পোস্ট করে এই অভিনেতা লেখেন ‘যে কোন ব্যাপারে কেউ কোন প্রশংসা করলে, তাঁকে অন্ততঃ ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা… অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈত্রিক সম্পত্তি মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সবাইকে ঈদ মুবারক… আসুন সবাই মানবিক ও ভদ্র হই।’

কার প্রতি ইঙ্গিত করে এই পোস্ট বোঝা না গেলেও চঞ্চল ভক্তরা কমেন্টস বক্সে প্রচুর ইতিবাচক মন্তব্য করেছেন। এখন পর্যন্ত এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৯ হাজার ফেসুবক ফ্রেন্ড। মন্তব্য করেছেন এক হাজার ৮শ। শেয়ার হয়েছে ৭৭টি।

এই ঈদেও টেলিভিশনের বিশেষ নাটক, টেলিফিল্মে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। এ ছাড়া কাজ শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমার। এই সিনেমায় চঞ্চলকে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে।

Advertisement