Homeঅন্যান্যবিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আম চাষে সফল চাঁদপুরের হেলাল

বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আম চাষে সফল চাঁদপুরের হেলাল

চাঁদপুর সদরের শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস ভ্যালি এগ্রো ৩ একর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন ফল চাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে। এ বছর বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন।

মাত্র চার বছর ধরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফলের চাষ করছেন হেলাল উদ্দিন। একের পর এক ফল চাষ করে হয়েছেন সফল উদ্যোক্তা। এবার ৫১ জাতের আম চাষ করেও পেয়েছেন সফলতা। এখানে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্য ডিমসহ ৫১ জাতের আমের গাছ রয়েছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এই আমের চাষ করা হয়েছে। সাইজে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এই আম বাগান দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করেন।

ফ্রুটস ভ্যালি এগ্রোতে ঘুরতে আসা মির্জা জাকির বলেন, এই বাগানে আগেও এসেছিলাম। তবে এ বছর বিদেশি আম দেখে অবাক হয়েছি। ৫১ জাতের আমের সঙ্গে পরিচিত হলাম। শুধু তাই নয়, ঘুরতে এসে বিভিন্ন আম খাওয়ার সুযোগও হয়েছে। এখান থেকে পছন্দমতো আম নিয়ে যাবো। এখানে যে আসবে সেই মুগ্ধ হবে। আমিও চেষ্টা করবো নিজের বাড়িতে এসব আমের চারা লাগাতে।

মুন্না, সুজন ও বাপ্পি; এরা তিনজন আম বাগান দেখাশোনা করেন। তারা জানান, বিভিন্ন স্থানে কাজ করেছেন, তবে ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে কাজ করার অভিজ্ঞতা ভিন্ন। এখানে কাজ করার কারণে বিদেশি বিভিন্ন ফল সম্পর্কে জানতে পেরেছে তারা। এছাড়া এখানে কাজ করে ভালো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছে ওরা তিনজন।

এ বিষয়ে ফ্রুটস ভ্যালি এগ্রোর স্বত্বাধিকারী উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, বিশ্বের যত দামি দামি ফল আছে, তা নিয়ে কাজ করে ফ্রুটস ভ্যালি এগ্রো। এ বছর বাগানে বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আমের মধ্যে ৪৭ টি জাত ফলনে সফলতা এসেছে। বাগানে এখন পর্যন্ত যা চাষ করা হয়েছে, তার সবকটাতেই সফল হয়েছি। দেশি আম থেকে এখানকার আম একটু ভিন্ন। দেখতে অসাধারণ এবং খুব সুস্বাদু। তবে বাজার থেকে এখানে কম মূল্যে আম কিনতে পারবে।

তিনি আরও বলেন, এ বছর বাগানে আমের ফলন খুব ভালো হয়েছে। নিয়মিত পরিচর্যা করলে পোকামাকড় ক্ষতি করতে পারে না। প্রত্যেকটি গাছেই ভালো ফলন এসেছে। একটি আম গাছ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। সব মিলিয়ে এ বছর এই আম আগান থেকে ১৬-১৭ লাখ টাকা বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা।

সূত্র: চ্যানেল২৪।

Advertisement