Homeসব খবরক্রিকেটবিশ্বকাপে ভালো কিছু করার এটাই সঠিক সময় : মুশফিক

বিশ্বকাপে ভালো কিছু করার এটাই সঠিক সময় : মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এখনই ভালো কিছু করার সময় বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। বর্তমান সময়ে ভালো ছন্দে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারের সেরা সময় পার করছে টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে টানার তিনটি সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। এই মোমেন্টামকে কাজে লাগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চান মুশফিকুর রহিম।

হাউজ্যাট: মুশি দ্য ডিপেন্ডেবল’ নামের একটি মোবাইল গেমিং অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে মুশফিকুর রহিম বলেন, “অতীতে যতবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলি না কেন, এবার একটা বড় সুযোগ ধারাবাহিকভাবে পারফর্ম করার। দল হিসেবে এটাই আমাদের সেরা সময়। এটাই সঠিক সময়”।

“শেষ তিনটা সিরিজ আমরা জিতেছি এবং যেকোন বিশ্ব আসরের আগে দল হিসেবে এই আত্মবিশ্বাসটা আমাদের দরকার। টি-টোয়েন্টি সোজা ফরম্যাট না তবে দল হিসেবে খেললে ভালো ফলাফল সম্ভব। আমি এটার জন্য মুখিয়ে আছি”।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে আগে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। বাছাইপর্বের প্রতিটি ম্যাচ খেলতে হবে ওমানে। যেখানে এর আগে কোন ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের।

তবে সেখানে খুব দ্রুতই মানিয়ে নেবে টাইগাররা এমনটাই বলেছেন মুশফিকুর রহিম। “বাছাইপর্বে খেলা মানেই বাড়তি চাপ। তবে আমরাও ৪-৫ মাস টানা ক্রিকেটের মধ্যে ছিলাম। আবার সাকিব-মুস্তাফিজ বাদে দলের আমরা বাকিরা একমাসের বিশ্রামও পেয়েছি। এটাও খুবই দরকার”।

“ওখানে গিয়ে ১ সপ্তাহের একটা ক্যাম্প আছে আমাদের। নিজেদের মাঝে বোঝাপড়া ঠিক করে নেওয়ার সুযোগ আছে। আমরা কোনদিন ওমানে হয়তো খেলিনি, কিন্তু দুবাই, আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আশাকরি আমরা মানিয়ে নিতে পারবো ও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবো।”

Advertisement