Homeসব খবরজাতীয়বিলুপ্তির সাড়ে ৩ ঘণ্টার মধ্যেই পুরাতনদের নিয়ে হেফাজতের আহ্বায়ক...

বিলুপ্তির সাড়ে ৩ ঘণ্টার মধ্যেই পুরাতনদের নিয়ে হেফাজতের আহ্বায়ক কমিটি

রোববার রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির আমির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। কিন্তু হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার সাড়ে তিন ঘণ্টার মধ্যেই নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সদ্যসাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে আহবায়ক করে পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রথমে ৩ সদস্যের করা হলেও পরে আহবায়ক কমিটিতে আরো দুজনকে যুক্ত করা হয়।

নতুন আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ও সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী। অন্য দুজন হলেন- আল্লামা সালাউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন। মহিববুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা।

রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে হেফাজতের সাবেক কমিটির এক শীর্ষ নেতা ৩ সদস্যের আহ্বায়ক কমিটির কথা জানান। এর কয়েক ঘণ্টা পর রাত পৌনে ৪টার দিকে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী এক ভিডিও বার্তায় আহ্বায়ক কমিটিতে নতুন দুই সদস্য আল্লামা সালাউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করেন।

Advertisement