Homeসব খবরজাতীয়বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি...

বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস

বিআরটিসিতে চলতি বছরেই যুক্ত হবে একশটি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

এদিকে, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য তিনশটি ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এরমধ্যে প্রাথমিকভাবে একশটি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।

জানানো হয়, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রনিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরে এদিন সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো।

Advertisement