Homeসব খবরজেলার খবরবাণিজ্যিকভাবে ত্বীন ফল চাষে সফল জাহাঙ্গীর হোসেন!

বাণিজ্যিকভাবে ত্বীন ফল চাষে সফল জাহাঙ্গীর হোসেন!

বর্তমানে তিনি এই ফল বিক্রি করে মাসে ৪০ হাজার টাকা আয় করেন। তার সফলতা দেখে অনেকেই এর চাষ করতে আগ্রহী হয়েছেন। পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে ত্বীন ফল চাষে মাদ্রাসাশিক্ষক জাহাঙ্গীর হোসাইন মানিক সফল হয়েছেন। তিনি প্রথমে পরিক্ষামূলকভাবে এই ফল চাষে সাফল্য পাওয়ায় বর্তমানে বাণিজ্যিকভাবে এর চাষ করছেন। এই ফল চাষে তাকে সর্বোপরিভাবে কৃষি বিভাগ সহযোগিতা করেছেন।

জাহাঙ্গীর হোসাইন মানিক একজন মাদ্রাসা শিক্ষক। তিনি পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী এলাকায় বাসিন্দা। ২০২০ সালে ৩০ শতক নিচু জমি ভরাট করে পরিক্ষামূলকভাবে ত্বীন ফলের চাষ শুরু করেন। বর্তমানে তার প্রতিটি গাছে ফল ধরেছে। তিনি প্রতিকেজি ত্বীন ফল ১ হাজার টাকা দরে বিক্রি করছেন। সঠিক পরিচর্যা ও ভালোভাবে যত্ন নেওয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে ফল আসা শুরু করে।

বাগান মালিক জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, আমি ২০২০ সালে কৃষি অফিসের সহযোগিতায় ৩০ শতক জমি ভরাট করে পরিক্ষামূলকভাবে ত্বীন ফলের চাষ শুরু করি। আমার বাগানে প্রায় ২ শতাধিক গাছ রয়েছে। প্রতি কেজি ফল ১ হাজার টাকা দরে বিক্রি করছি। অনেকেই আমার কাছে এই ফল চাষের জন্য পরামর্শ নিচ্ছেন। বর্তমানে প্রতিদিন প্রায় ২-৩ কেজি ফল বিক্রি করতে পারি।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা জাহাঙ্গীর হোসেন মানিককে ত্বীন ফল চাষে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করেছি। আমাদের দেশে এই ফলের বেশ চাহিদা রয়েছে। আমরা তাদেরকেও সহযোগিতা করবো। মানিকের সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়ে আমাদের কাছে পরামর্শ নিতে আসছেন।

Advertisement