Homeসব খবরজেলার খবরবাড়ির ছাদে মুরগি পালনে সফল শান্ত, মাসে আয় ৩০...

বাড়ির ছাদে মুরগি পালনে সফল শান্ত, মাসে আয় ৩০ হাজার টাকা!

পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া কঠিন। তাই চাকরির পেছনে যেন ছুটতে না হয় সেই ভাবনা থেকে মুরগীর খামার করেন। বর্তমানে মুরগীর খামার করে তিনি সফলতার পাশাপাশি লাভবানও হচ্ছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাস্টার্স পরীক্ষার্থী এস ডি শান্ত বাড়ির ছাদের উপর ফাউমি মুরগির খামার করে সফল হয়েছেন।

শান্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি তিনি সংগীত চর্চাও করতেন। বর্তমানে তিনি সিলেট বেতারেরও একজন নিয়মিত শিল্পী। গান গাওয়া থেকে আয় করা সামান্য টাকা দিয়ে সংসার চলতো। বর্তমানে তিনি নিজ বাড়ির ছাদে মুরগী চাষ করে সফল হয়েছেন। মোরগ ও ডিম বিক্রি করে মাস আয় করছেন ২৫-৩০ হাজার টাকা। শান্তর খামারে এখন প্রায় ৫০০ মোরগ ও মুরগি রয়েছে।

শান্ত বলেন, গান গওয়ার সামান্য আয় দিয়ে সংসার চালাতে হতো। তবুও লেখাপড়া থামাইনি। পড়াশোনার পর চাকরির পেছনে ছুটতে হবে বলে আত্মনির্ভরশীল হওয়ার চিন্তায় মুরগির খামার করেছি। পাশাপাশি পড়শোনাও চালিয়ে যাচ্ছি। এক বছর আগে তিন লাখ টাকা খরচ করে ছাদে ৩০০টি ফউমি মুরগী কিনে খামার শুরু করি। শুধু ডিম বিক্রি করেই মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করতে পরছি। এখন আমার খামারে ৫০০টি মোরগ ও মুরগী রয়েছে।

একই গ্রামের বাসিন্দা সত্যন্দ্র দাস বলেন, শান্তর সফলতা দেখে গর্ব বোধ করছি। সে পড়াশোনার পাশাপাশি খামার করে আত্মনির্ভরশীল হয়েছে। তরুণরা তাকে অনুসরণ করতে পারে। মৌলভীবাজার পশুসম্পদ বিভাগের সহকারী কর্মকর্তা সিনতিয়া কবির বলেন, ফাউমি মুরগি দেশীয় প্রজাতির মতো দেখতে। এই মুরগীর ডিম ও মাংস খুবই সুস্বাদু। এই মুরগীর ডিম বিক্রি করে লাভবান হওয়া সম্ভব। এই প্রজাতির মুরগীর খামার গৃহস্থালি পরিবেশেই মানানসই।

Advertisement