Homeসব খবরক্রিকেটবাজে উইকেটের কারণে আমাদের মারার সাহস আসে না :...

বাজে উইকেটের কারণে আমাদের মারার সাহস আসে না : ইয়াসির আলী

বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্মেন্স দেখলে যে কারোরই চোখে লাগার কথা। বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পারফর্মেন্স ছিলো খুবই জঘন্য। বাংলাদেশ দলের এমন ব্যাটিং ব্যার্থতার জন্য অনেকে ক্রিকেট বোদ্ধাই মিরপুরের উইকেট কে দায়ী করেছেন। মিরপুরের স্লো উইকেটে খেলে ব্যাটসম্যানদের এমন অবস্থা বলে তাদের দাবি। এবার একই দাবি করেছেন ঘরোয়া লীগের পরীক্ষিত পারফর্মার ইয়াসীর আলী রাব্বি। তার দাবি উইকেটের বাজে আচরণের ফলে ক্রিকেটাররা শর্ট খেলার সাহস হারাচ্ছে।

ইয়াসিরের মতে, ব্যাটিংয়ের জন্য কঠিন এমন উইকেটে খেলার পর চার-ছক্কা হাঁকানোর সাহস হারিয়ে ফেলেন ব্যাটাররা, আর তা-ই ঘটেছে বিশ্বকাপে। তিনি বলেন, ‘শুধুই মিরপুরের উইকেটের কথা বলব না। তবে উইকেট অবশ্যই দায়ী। সেই সাথে আমাদের মানসিক স্পেসটাও আছে। উইকেট বাজে আচরণ করলে আমরাও মানসিকভাবে ঐ স্পেসে থাকি না, মারার সাহস আসে না। সেজন্য বলব অবশ্যই উইকেট দায়ী।’

আসন্ন পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই মিরপুরে। বারবার এক মাঠে খেলার কারণে বিসিবি সমালোচনা শুনছে অনেক আগে থেকেই। ইয়াসির জানালেন, জাতীয় ক্রিকেট লিগের ভেন্যুগুলোতে ছিল স্পোর্টিং উইকেট, যা তিনি দেখতে চান পাকিস্তান সিরিজেও। তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান ট্রু উইকেটই থাকবে। বাকিটা দেখা যাক। এনসিএলে খুব ভালো উইকেট ছিল। ট্রু উইকেট ছিল।’

এখনও জাতীয় দলে অভিষেক না হলেও পাকিস্তান সিরিজে দরজা খুলতে পারে ইয়াসিরের জন্য। তিনিসহ দলের ভাবনায় যে তরুণরা আছেন, তাদের জন্য এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন ইয়াসির। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা অনেক বড় সুযোগ। দলে থাকি না থাকি, টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আমাদের কাজ করতে হবে। ছোট ছোট যেসব জায়গায় উন্নতি করা দরকার এসব নিয়েই কাজ করা হচ্ছে। যেমন রেঞ্জ হিটিং, ব্যাট সুইং- এসব।’

Advertisement