Homeসব খবরজেলার খবরবাজারে দেখা মিলছে নতুন আলুর তবে দাম আকাশ ছোঁয়া

বাজারে দেখা মিলছে নতুন আলুর তবে দাম আকাশ ছোঁয়া

নতুন আলু ১৫০-২০০ কেজি দরে বিক্রি হচ্ছে। পুরাতন আলু বিক্রি হচ্ছে ১৫-২০ কেজি দরে। গত মৌসমের আলু এখনো হিমাগারে রয়েছে। আলুর ন্যায্য পাবে কি পাবে না সেই চিন্তায় আছে কৃষক। সব ধরনের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। দিনাজপুরের বাজারে শীতের সবজির পাশাপাশি নতুন আলুও দেখা গেছে।

কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কয়েকজন বিক্রেতা নতুন আলু বিক্রি করছেন। আলুগুলো গেনলা ও গেনলা-৭ জাতের আলু। বিক্রেতাদের মতে, সামনে নবান্ন উৎসব আসায় ক্রেতারা দাম দিয়ে নতুন আলু কিনছেন। তবে ক্রেতার সংখ্যা খুবই কম। গত মৌসুমের আলু এখনো হিমাগারে। নতুন আলুর ন্যায্য দাম পাবো কিনা সেই দুশ্চিন্তাতে আছি। সুন্দরপুর ইউনিয়নের হাড়গাও গ্রামের আলু চাষি মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, আমার জমির নতুন আলু আগামী মাসের ১৫ তারিখের দিকে উঠবে।

ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা এলাকার কৃষক দবিরুল ইসলাম বলেন, আমি আগাম গেনলা জাতের আলুর চাষ করেছি। গত মৌসুমের আলু এখনো হিমাগারে। তাই কম জমিতে নতুন আলুর আবাদ করেছি।

রেলবাজারের কাঁচামাল ব্যবসায়ী সুকুমার বলেন, সামনে নবান্ন উৎসব। উৎসবের কারণে অনেকে নতুন সবজি হিসেবে বেশি দাম দিয়ে আলু কিনে নিয়ে যাচ্ছেন। আর চাহিদার তুলনায় নতুন আলুর সরবরাহ কম থাকায় দাম বেশি। কোল্ড স্টোরের মালিক জর্জিস আনম বলেন, গত মৌসুমের অনেক কৃষকের আলু এখনো হিমাগারে রয়েছে। আলুর বাজারদর কম থাকায় লোকসানের ভয়ে তারা হিমাগার থেকে আলু বের করছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আগামী এক মাস পর নতুন আলু বাজারে আসবে। সামনে নবান্ন উৎসব থাকায় অনেকে বেশি দাম দিয়ে নতুন আলু কিনে নিয়ে যাচ্ছেন। এখন আগাম কিছু পরিমান আলু বাজারে এসেছে।

Advertisement