Homeসব খবরক্রিকেটবাংলাদেশ দলে নতুন ক্রিকেটার আসা বন্ধ হয়ে গেছে :...

বাংলাদেশ দলে নতুন ক্রিকেটার আসা বন্ধ হয়ে গেছে : ইনজামাম

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারের পর ঘরের মাঠে ধবলধোলাই। সাম্প্রতিক সময়ে নিজেদের সবথেকে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের এমন বেহাল দশায় সমালোচনায় মুখর দেশে ও দেশের বাইরের সাবেক ক্রিকেটাররা। যে তালিকায় এবার নাম লেখালেন সাবেক পাকিস্তান কিংবদন্তী ইনজামাম উল হক।

ইনজামামের মতে, বাংলাদেশে হাতে ধরা যে ৩-৪ জন ক্রিকেটার আছে, তারাই একটানা ভূমিকা রেখে যাচ্ছে। মানের উন্নতি না করায় নতুন খেলোয়াড় আসাই বন্ধ হয়ে গেছে। নিজের ইউটিউব চ্যানেল ‘ইনজামাম উল হক- দ্যা ম্যাচ উইনার’ এ এসব কথা বলেন তিনি।

ইনজামাম বলেন, ‘যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, তাহলে আমি মনে করি, তাদের এখনো ওই ৩-৪ জন খেলোয়াড় রয়েছে যারা শেষ ৬-৭ বছর ধরে খেলছে এবং দলে ভূমিকা রাখছে। তারা (বাংলাদেশ) এখনো তাদের কন্ডিশন, পিচ এমনকি প্রতিদ্বন্দ্বিতারও উন্নতি করেনি। আমার ধারণা, তাদের দলে নতুন ক্রিকেটার আসাই বন্ধ হয়ে গেছে।’

বাংলাদেশ নতুন ক্রিকেটার তৈরি করতে পারেনি উল্লেখ করে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক দেশের ক্রিকেটের উন্নতির দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ‘দলে অবদান রাখার মুখগুলো একই রয়েছে এবং তাদের মাঝে কয়েকজন এই সিরিজে খেলতে পারেনি। আমি মনে করি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তা করা উচিত এবং ক্রিকেটের উন্নতির দিকে তাদের নজর দেওয়া উচিত।’

Advertisement