Homeসব খবরক্রিকেটবাংলাদেশ দলের সাথে কাজ করতে পারা অনেক মর্যাদা এবং...

বাংলাদেশ দলের সাথে কাজ করতে পারা অনেক মর্যাদা এবং সম্মানের : রঙ্গনা হেরাথ

গত ২৬ জুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটিই তার প্রথম কোচিং ক্যারিয়ার। আগামী জিম্বাবুয়ে সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করবেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করতে পারায় অনেক খুশি রঙ্গনা হেরাথ। সেইসাথে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়ে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশ দলের সাথে কাজ করতে পারা অনেক মর্যাদা এবং সম্মানের। এটা আমার জন্য অনেকটা স্বপ্নপূরণ যে শীর্ষস্থানীয় একটি দেশের সাথে যুক্ত হলাম। তাই বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়ে আমি খুব সম্মানিত বোধ করছি।’

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কারণ জানিয়েছেন তিনি। মূলত শ্রীলংকার কন্ডিশন বাংলাদেশের মতোই। এছাড়াও বাংলাদেশ সম্পর্কে অনেক ধারণা রয়েছে রঙ্গনা হেরাথের। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “আমি অবসর নিয়েছে তিন বছর হয়ে গেছে। আমি মনে করেছি আমার জ্ঞান ও অভিজ্ঞতা স্পিনারদের সাথে ভাগাভাগি করতে পারি। কন্ডিশন, মানসিকতা ও সংস্কৃতির দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছাকাছি। বাংলাদেশকে বেছে নেওয়ার অন্যতম কারণই হল আমি এখানকার মানসিকতা, প্রস্তুতি, অনুশীলন সবকিছু সম্পর্কে জানি। শ্রীলঙ্কার সাথে তুলনা করলে তা প্রায় একইরকম।’

Advertisement