Homeফুটবলবাংলাদেশে মেসির গোল উদযাপন দেখে যা বলল ফিফা

বাংলাদেশে মেসির গোল উদযাপন দেখে যা বলল ফিফা

বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের ভিডিও পোস্ট করেছে টুইটারে। ভিডিওটি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। সবার আশা, মেসিরা সেই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে।

মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে গেল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য পরাজয়ের পর গতকাল রাতে ঘুরে দাঁড়ায় মেসি বাহিনী। এই দারুণ জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল।

ম্যাচ জিততে খুব বেশি ঝলক লাগে না। ম্যাচ হারতেও বেশি ভুল করতে হয় না। উত্তাপহীন প্রথমার্ধের পর লিওনেল মেসি ও তরুণ এনজো ফার্নান্দেজ ওই ঝলক দেখিয়েছেন। তাদের ম্যাজিক্যাল দুই শটে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। বাঁচিয়েছে সারা বিশ্বে থাকা আর্জেন্টিনার কোটি ভক্তের আশা। বাঁচিয়েছে নক আউট পর্বের আশা।

অথচ প্রথমার্ধে গোলে কোন শটই নিতে পারেনি আর্জেন্টিনা। মেক্সিকোও প্রথমার্ধে কোন ভুল করেনি। আলবিসেলেস্তেদের প্রথম ৪৫ মিনিটে দূর থেকেও শট নেওয়ার সুযোগ দেয়নি। প্রথম সুযোগটি তারা দেয় ম্যাচের ৬৪ মিনিটে আকাশি-সাদা জার্সির সেরা খেলোয়াড় লিও মেসিকে। চেনা বাঁ-পায়ের গড়ানো শটে আর্জেন্টিনার সেরা তারকা জালে জড়িয়ে দেন গোল। ৮০ হাজার দর্শকের লুসাইল স্টেডিয়াম ভাসান উল্লাসে।

অধিনায়ক মেসির ৬৪ মিনিটের গোলের পর এনজো ফের্নান্দেজের ৮৭ মিনিটের গোলে ৩ পয়েন্ট আনা জয় তুলেছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে চাপে পড়েছিল লিওনেল স্কালোনির দল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement