Homeসব খবরবিনোদনবাংলাদেশে কবে মুক্তি পাবে ‘পাঠান’

বাংলাদেশে কবে মুক্তি পাবে ‘পাঠান’

সাফটা চুক্তির আওতায় বলিউডের সঙ্গে মিলিয়ে একই দিনে সিনেমাটি মুক্তির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। তবে নানা জটিলতায় তা আর সম্ভব হয়ে উঠেনি। অফিশিয়ালী গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এখন বাংলাদেশেও মুক্তির অপেক্ষায়।

সম্প্রতি বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে একমত হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি এক বৈঠকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন মতৈক্যে এসেছে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী প্রতি দুই বছরে ২০টি হিন্দি সিনেমা মুক্তি পাবে দেশে। সেই হিসেবে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাওয়ার সম্ভাবনা জোড়াল হয়। কিন্তু কবে মুক্তি পাবে পাঠান?এ নিয়ে শনিবার সন্ধ্যায় কথা বলেছেন সিনেমাটি আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি সরকারি ভাবে অনুমতি পাইনি। আগামীকাল চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে তথ্যমন্ত্রীর মিটিং আছে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত জানার পর আপনাদের জানাতে পারব কবে মুক্তি দিতে পারছি।’

এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই কানাঘুষা করছেন ফেব্রুয়ারির ২৩-২৪ তারিখের দিকে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। এ নিয়ে জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘এই তথ্য সঠিক নয়, আশা করছি আগামীকালের মিটিংয়ের সিদ্ধান্ত জানার পর ভালো একটি খবর দিতে পারব।’

এদিকে সিনেমাটি যাতে সব হলে মুক্তি দেয়া যায় তা নিয়ে প্রস্তুতি চলছে বলেও জানান অনন্য মামুন।

তিনি বলেন, ‘‘অনেকেই বলার চেষ্টা করছেন ‘পাঠান’ শুধু সিনেপ্লেক্সে চলবে, এটা ভুল তথ্য, ‘পাঠান’ বাংলাদেশে রিলিজ হলে সব সিনেমা হলেই চলবে। আমরা শুধু সিনেমায় আনছি না, সিনেমা চালানোর জন্য সার্ভার ই-টিকেটিং সিস্টেমসহ সব আনছি। দেশীয় সিনেমার প্রযোজকরাও এর সুফল পাবেন।’’

Advertisement