Homeসব খবরক্রিকেটবাংলাদেশের ফাস্ট বোলারদের প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশের ফাস্ট বোলারদের প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। কিন্তু নড়বড়ে ব্যাটিং নিয়ে সেই স্বপ্ন পূরণ হলো না তাদের। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার সঙ্গী হলো পরাজয়। বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচে হেরে হতাশার আগুনে পুড়ছেন অসি অধিনায়ক।

গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসিদের দেওয়া ১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। লড়াই করার আভাস দিয়ে শেষ করতে পারলেন না সাকিব আল হাসান। অভিজ্ঞদের বিদায়ে এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচ হাতছাড়া হতে পারে।

তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। আফিফ-সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল। ম্যাচ হারের পেছনে শেষ চার ওভারকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়া ১৬তম ওভারের পর, যখন স্কোর ছিল ৩ উইকেটে ৯৯ রান।

মিচেল মার্শ ৪৫ রানে ১৭তম ওভার শুরু করেন। শরিফুল ইসলাম অবশ্য তাকে শেষ করে দেন দারুণ সুইংয়ে, নুরুল হাসান সোহান ক্যাচ ধরেন। ৪২ বল খেলে টানা দ্বিতীয় ম্যাচে ৪৫ রানে আউট এই অলরাউন্ডার। ওই ওভারে আসে ৩ রান, যায় এক উইকেট।

পরের ওভারে মোস্তাফিজুর রহমান দুই উইকেট নেন ৩ রান খরচায়। শেষের আগের ওভারে শরিফুলের বলে অস্ট্রেলিয়া ৫ রান করে হারায় আরো একটি উইকেট। শেষ ওভারের তৃতীয় বলে একটি চার মারেন মিচেল স্টার্ক, যা ২৫ বলে প্রথম। ওই ওভারে ১১ রান তোলে অজিরা।

শেষ চার ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২ রান। ওয়েড ম্যাচ শেষে বলেছেন, ‘আজ আমরা (বল হাতে) ভালো অবস্থানে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ চার ওভারে ব্যাট হাতে ভুগেছি আমরা। ১৩০-১৪০ রান পর্যন্ত করার মতো অবস্থায় ছিলাম, এই পিচে এটা ভালো স্কোর হতো।’

বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছেন ওয়েড নিঃসঙ্কোচে, ‘তাদের পেসাররা ভালো করেছে। এই জায়গায় আমরা আরো উন্নতি কিভাবে করা যায়, ভাববো। দুই দলেরই বোলাররা ছিল অসাধারণ। অ্যাগার আবারো ভালো করেছে। আমাদের বোলিং কোনো সমস্যা নয়। আগের দিন আমাদের টপ অর্ডাররা ভালো করেনি আর এবার শেষ দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি।’

Advertisement