Homeফুটবলবাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে বাংলাদেশ সময় রোববার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব নির্ধারণী এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ছয়টায়। এ নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই।

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তো রীতিমতো মারামারি হয়েছে। ১৫ হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার মিডিয়ায় এই খবর প্রকাশিতও হয়েছে। ফুটবল ঘিরে বাংলাদেশের জনগণের এই উন্মাদনায় মুগ্ধ আর্জেন্টিনার সরকার ও জনগণ।

তাই আর্জেন্টিনার দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দেওয়া হয়েছে। আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই। তাই ভারতের দিল্লির আর্জেন্টাইন দূতাবাস থেকে একটি প্রেসনোট এসেছে দেশের এক গণমাধ্যমে। দূতাবাসের কর্মকর্তারা ফাইনালে আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশি সমর্থকদের আকুণ্ঠ সমর্থন চেয়েছেন।

প্রেসনোটে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি, বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক আছেন। মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন তারা।’

‘আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা। অনুগ্রহ করে উপভোগ করবেন দুর্দান্ত এই ফাইনাল। আমরা ফুটবল ভালোবাসি। এর উত্তেজনা ও কৌশলের চূড়ান্ত বিকাশে বিশ্বাসী। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ দেখতে মুখিয়ে আছে।’

Advertisement