Homeসব খবরজাতীয়বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের দক্ষতা ও জীবিকা উন্নয়নে ৬০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ সংক্রান্ত দুটি প্রকল্পে শুক্রবার ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর -এএসএসইটি প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে ৩০ কোটি ডলার।

প্রকল্পটি বিশেষত যুব, মহিলা এবং সুবিধাবঞ্চিত গ্রুপগুলোকে সহায়তা করবে যাতে করে তারা দক্ষ হয়ে ওঠে এবং শ্রম বাজারে যুক্ত করা যায়। এ অর্থ দিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। এ অর্থ কোভিড-১৯ মহামারির বর্তমানসহ ভবিষ্যৎ ধাক্কা সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া বাসস্থান, জীবিকা এবং উদ্যোক্তা উন্নয়ন -আরএইলআই প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। এ প্রকল্প দেশের ২০টি জেলার ৩ হাজার ২০০টি গ্রামজুড়ে দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দনদন চেন বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মহামারি হাজার হাজার মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বিশেষ করে নারী ও তরুণ শ্রমিক, প্রবাস থেকে ফেরত আসা জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।

Advertisement