Homeসব খবরক্রিকেটবাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল ভারত

বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল ভারত

রোহিত শর্মাকে ফিরিয়ে সাকিব আল হাসান টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন ঠিকই কিন্তু ৩ ওভারে হজম করলেন ৩৭ রান। তানজিম হাসান সাকিব পরে জোড়া শিকারের দেখা পেলেও ভারতের রানের লাগাম টেনে ধরা যায়নি। সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ১৯৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।

সেন্ট ভিনসেন্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৯৬ রান। হার্দিক পান্ডিয়া ২৭ বলে ফিফটি পূর্ণ করে অপরাজিত থাকেন।

ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৩৯ রানে রোহিতকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। পরে জোড়া শিকারের দেখা যান তানজিম হাসান সাকিব। কোহলিকে বোল্ড করেই থামেননি। ওই ওভারেই সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট শিকার করে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তরুণ পেসার।

কোহলি আউট হওয়ার পর নেমেই বাউন্সারে ছক্কা মেরে শুরু করেন সূর্যকুমার। পরের বলটি অফস্টাম্পের বাইরে করেন তানজিম। এজ হয়ে পর ধরা পড়েন লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে। ৩ বলের মধ্যে কোহলি আর সূর্যকুমারের উইকেট পরায় ভারতের রানের লাগাম কিছুটা টেনে ধরতে পেরেছিল বাংলাদেশ।

কিন্তু রিশাব পান্তের ঝড়ো ব্যাটিং ভারতকে রাাখে বড় সংগ্রহের পথে। ২৪ বল থেকে ৩৬ রানের ইনিংস খেলে এ বাঁহাতি রিশাদ হোসেনকে উইকেট দিয়ে ফেরেন। শিভম দুবে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে রিশাদের দ্বিতীয় শিকারে পরিনত হন। টাইগার লেগ স্পিনার ৩ ওভারে খরচ করেন ৪৩ রান।

পান্ডিয়া তিন ছক্কা, চার চারে ভারতকে নিয়ে যান বড় সংগ্রহে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় রান তাড়া করার চ্যালেঞ্জ লিটন-তানজিদদের সামনে।

Advertisement