Homeসব খবরজেলার খবরবছরে ১৮ টন দুধ দিতে সক্ষম ‘সুপার কাউ’ ক্লোন...

বছরে ১৮ টন দুধ দিতে সক্ষম ‘সুপার কাউ’ ক্লোন করল চীনা বিজ্ঞানীরা

তিনটি ‘সুপার কাউ’ ক্লোন করতে সক্ষম হয়েছেন চীনা বিজ্ঞানীরা। এমনটাই দাবি করা হয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে। বলা হয়েছে, এসব গরু বছরে অন্তত ১৮ হাজার লিটার এবং পুরো জীবদ্দশায় অন্তত ১ লাখ লিটার দুধ দিতে সক্ষম।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দুগ্ধজাত শিল্পের জন্য এটি এক অনন্য-অসাধারণ অর্জন। এই ক্লোনিং প্রোগ্রাম বাস্তাবায়িত হলে দেশটির দুগ্ধজাত শিল্পের জন্য দারুণ এক মাইলফলক। এই আবিস্কার সফল হলে দেশটির বিদেশ নির্ভরতা কমাতে অনেকটাই সহায়তা করবে।

এই তিনটি ‘সুপার কাউয়ের’ বাছুর ক্লোন করার প্রকল্পে কাজ করেছেন চীনের নর্থওয়েস্ট ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নিনজিয়া ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি শুরু হওয়া চীনা চান্দ্রবর্ষের প্রথম সপ্তাহেই বাছুরগুলো জন্ম নেয়।

বাছুরগুলোকে নেদারল্যান্ডসের হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে ক্লোন করা হয়েছে। এই গুরুগুলো বছরে ১৮ হাজার লিটার এবং জীবদ্দশায় ১ লাখ লিটার দুধ দিতে পারবে। যা যুক্তরাষ্ট্রের সাধারণ কোনো জাতের গরুর দেয়া দুধের পরিমাণের চেয়ে অন্তত ১ দশমিক ৭ গুণ বেশি। নিনজিয়া ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্লোন বাছুরগুলোর প্রথমটি জন্ম নিয়েছে গত ৩০ ডিসেম্বর।

প্রকল্পের প্রধান বিজ্ঞানী জিন ইয়াপি, ‘সুপার কাউ’-এর ‘জন্মকে একটি দারুণ অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে, এই আবিষ্কার চীনকে অর্থনৈতিকভাবে সুবিধাজনক এবং সম্ভাব্য উপায়গুলোতে সবচেয়ে ভাল গরু সংরক্ষণ করার সুযোগ দেয়।

জিন ইয়াপি আরও বলেন, চীনে প্রতি ১০ হাজার গাভীর মধ্যে মাত্র পাঁচটি তাদের জীবদ্দশায় ১ লাখ লিটার দুধ উত্পাদন করতে পারে। চীনের রাষ্ট্রয়ত্ত সংবাদমাধ্য গ্লোবাল টাইমস অনুসারে, চীনের দুগ্ধজাত খাতের জন্য প্রয়োজনীয় গরুর ৭০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়।

সূত্র: সময় নিউজ।

Advertisement