Homeফুটবলফাইনালে হার মেসিবিহীন মায়ামির

ফাইনালে হার মেসিবিহীন মায়ামির

চোট ও ক্লান্তির ধকলে থাকা লিওনেল মেসির খেলা নিয়ে ছিল শঙ্কা। মহাতারকার জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হলেও তাতে হয়নি লাভ। বিশ্বকাপজয়ী ফুটবলারকে ছাড়াই ইউএস ওপেন কাপের ফাইনালে খেলতে নামে ইন্টার মিয়ামি। টাটা মার্টিনোর শিষ্যদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হিউস্টন ডায়নামো।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে হওয়া ম্যাচের ২৪ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্তুরের অ্যাসিস্টে বল নিয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করেন গ্রিফিন ডরসি। লিড পায় হিউস্টন ডায়নামো। ডি বক্সের ভেতর নেলসন কুইনেসকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড পান ডি এন্ড্রে ইয়েডলিন। হিউস্টনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ৩৩ মিনিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মরক্কোর মিডফিল্ডার আমিন বাসি।

৭২ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল হিউস্টন। নেলসন কুইনেস জালের দেখা পেলেও ভিএআরের সাহায্যে অফসাইডের সংকেত দিয়ে রেফারি গোল বাতিল করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচে ফেরার আশা জাগায় ইন্টার মিয়ামি। ফ্যাকুন্ডো ফারিয়াসের বাড়ানো বল আদায় করে লক্ষ্যভেদ করেন জোসেফ মার্টিনেজ। স্কোরলাইন দাঁড়ায় ২-১।

পরের মিনিটে লিওনার্দো ক্যাম্পানার হেড প্রতিহত করেন হিউস্টনের গোলরক্ষক অ্যান্ড্রু টারবেল। বেঞ্চে বসে থাকা লিওনেল মেসি এ সময় মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করেন। যোগ করা সময়ের বাকি তিন মিনিট মিয়ামি আক্রমণ হানাতে থাকলেও সমতা টানতে ব্যর্থ হয়। রেফারি শেষ বাঁশি বাজার পর শিরোপার আনন্দে মাতে হিউস্টন।

Advertisement