Homeফুটবলফাইনালে উঠলেই নিশ্চিত হবে মেসির বিশ্বরেকর্ড

ফাইনালে উঠলেই নিশ্চিত হবে মেসির বিশ্বরেকর্ড

ফিফা বিশ্বকাপে মঙ্গলবার রাতে সেমিফাইনালে আর্জেন্তিনার সামনে ক্রোয়েশিয়া। সেই ম্যাচ যদি আর্জেন্তিনা জিতে নেয়, তাহলে নিজের শেষ বিশ্বকাপে অবিস্মরণীয় বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারবেন লিওনেল মেসি। এমনকী কাপ জয় নিশ্চিত না হলেও। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি তাহলে লোথার মাথেউস এর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন এলএম টেন। ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি জার্মানির কিংবদন্তির দখলে রয়েছে। তিনি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন।

তারই দেশের মিরোস্লাভ ক্লোসে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি গোল করেছেন। সেই রেকর্ডের ধারেকাছে এখনও কেউ নেই। ক্লোসে বিশ্বকাপে খেলেছেন ২৪টি ম্যাচ। কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় ক্লোসেকে ছুঁয়ে ফেলেছেন মেসি।

ক্রোটদের বিরুদ্ধে ম্যাচটি মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফলে ধরে ফেলবেন মাথেউসকে। আর ফাইনালে উঠলে এককভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে নেবেন মেসি। ফাইনালে উঠলে মেসির বিশ্বকাপ ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬।

উল্লেখ্য, মাথেউসের নেতৃত্বে ১৯৯০ সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপ জিতেছিল। তার আগে ১৯৮২ ও ১৯৮৬ সালে ফাইনালে পরাস্ত হয়েছিল। মাথেউস ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপেও খেলেছেন। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১৫০টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে ৮৩টি পশ্চিম জার্মানির জার্সি গায়ে। মেক্সিকোর আন্তোনিও কারবাজালের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনি পাঁচটি বিশ্বকাপ খেলেন।

ক্লোসে খেলেছেন চারটি বিশ্বকাপ, ২০০২ থেকে ২০১৪ অবধি। ৩৬ বছর বয়সেও গোল করেছেন, দলকে চ্যাম্পিয়ন করানোর পিছনেও অবদান রাখেন। পাওলো মালদিনি চারটি বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলেও একবারও বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারেননি। ইতালির কিংবদন্তি ‘দ্য ক্যাপ্টেন’ মালদিনিকে ১৯৯৪ সালের বিশ্বকাপে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।

১৯৯০ সালে ঘরের মাঠে বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী হয় ইতালি। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ২০টি ম্যাচ খেলেছেন কাফু। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ২২টি বিশ্বকাপের ম্যাচ খেলেছেন রোনাল্ডো। আর্জেন্তিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনা, পোল্যান্ডের ভ্লাদিসলা জ্মুদা ও জার্মানির উভে জেলার ২১টি করে ম্যাচ খেলেছেন বিশ্বকাপে।

পোল্যান্ডের গ্রেগর্জ লাতো, আর্জেন্তিনার হাভিয়ের মাসচেরানো, জার্মানির বাস্তিয়ান সোয়েইনস্টেইগার ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী কাফু খেলেছেন ২০টি করে ম্যাচ। জার্মানির উলফগ্যাং ওভারাথ, ব্রাজিলের রোনাল্ডো, জার্মানির কার্ল-হেইঞ্জ রুমেনিগে, বার্টি ফোকৎস ও পার মার্তেস্যাকার খেলেছেন ১৯টি করে ম্যাচ।

Advertisement