Homeসব খবরজেলার খবরফাঁকা হয়ে গেছে ঢাকার বেশির ভাগ পশুর হাট

ফাঁকা হয়ে গেছে ঢাকার বেশির ভাগ পশুর হাট

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে চলছে কোরবানির পশু কেনার তোড়জোর। তবে এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানীর বেশির ভাগ পশুর হাট। রোববার বিকেলে রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর মেরাদিয়া হাটে পর্যাপ্ত পশুর দেখা মিললেও এখন অনেকটাই ফাঁকা। এই হাটে গরু কিনতে আসা মিনহাজ জানান, শেষ দিনে দুপুরের আগেই এতটা ফাঁকা হয়ে যাবে ভাবতে পারিনি।

তেজগাঁও পশুর হাটে দুপুরের পর থেকেই অনেকটা ফাঁকা দেখা গেছে। এদিকে দুপুর ১টার মধ্যে প্রায় ফাঁকা হয়ে গেছে কলোনি বাজার হাট। সড়ক থেকে মাঠ, গুটি কয়েক গরু ছাড়া তেমন পশু চোখে পড়েনি।

রাজধানীর হাটগুলোতে মূলত শুক্র ও শনিবারেই অনেকেই তাদের পছন্দের পশু কিনে বাড়ি ফিরেছেন। কেনাবেচা বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও।

Advertisement