Homeসব খবরজেলার খবরপ্রেমের টানে এবার মালয়েশিয়ান তরুণী গাজীপুরে; ধর্মীয় রীতিনীতি মেনে...

প্রেমের টানে এবার মালয়েশিয়ান তরুণী গাজীপুরে; ধর্মীয় রীতিনীতি মেনে করলেন বিয়ে

চাকরির উদ্দেশ্যে ২০১২ সালে মালয়েশিয়াতে পাড়ি জামান গাজীপুরের জোলারপাড় এলাকার মৃত আব্দুল কাশেমের ছেলে জাহাঙ্গীর। সেখানে লিঙ্কন ইউনিভার্সিটিতে কাজ পান জাহাঙ্গীর। একই ইউনিভার্সিটির স্টুডেন্ট কাউন্সিলর নূর কারমিলা বিনতে হামিদের সঙ্গে পরিচয় হয় তার। পরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। করোনার আগে বাংলাদেশে এসে আটকে যান জাহাঙ্গীর। কিন্তু দুজনের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকায় সম্প্রতি বাংলাদেশে আসেন মালয়েশিয়ান ওই তরুণী। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়। আর বিদেশি তরুণী বিয়ে দেখতে ভিড় করেন আশেপাশে এলাকার লোকজন।

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এসেছেন গাজীপুরে। শুক্রবার (২২ জুলাই) মহানগরের জুলার পাড় এলাকায় ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেন ওই তরুণী। আর ভিনদেশি তরুণীর বিয়ে দেখতে বিভিন্ন এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ায় খুশি বর কনে।

জাহাঙ্গীর জানান, তিনি ২০১২ সালে মালয়েশিয়াতে গিয়ে ছিলেন। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন তিনি। আর কনে ওই বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ছিল। তার সঙ্গে আমার সাত বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একপর্যায়ে বিয়ের জন্য আমাকে প্রস্তাব দেয়।

মালয়েশিয়ান রীতি ও ওই তরুণীর ইচ্ছে অনুযায়ী দুজনেরই বিয়ে হয় স্থানীয় মসজিদে। জানান দশ বছরের প্রেমের সম্পর্ক আজকে বিয়েতে রূপ নেয়ায় দুজনই খুশি। দাম্পত্য জীবন সুখের জন্য সকলের কাছে চান দোয়া। এর আগে ২৯ মে আমেরিকা থেকে এক যুবক ও এ মাসের ১২ তারিখে আমেরিকা থেকে এক নারী প্রেমের টানে গাজীপুরে চলে আসে।

Advertisement