Homeসব খবরক্রিকেটপ্রথম টেস্টের বাকি দুই দিনে জয়ের লক্ষ্য নিয়েই খেলবে...

প্রথম টেস্টের বাকি দুই দিনে জয়ের লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ : মিরাজ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে রানের চাপায় পড়েছে বাংলাদেশ দল। জিততে হলে এখনো ৪৭১ রান করতে হবে বাংলাদেশে। এছাড়াও আগামী দুই দিন উইকেটে টিকে থাকতে হবে বাংলাদেশকে। এর আগে এত রান তাড়া করে জয়ের রেকর্ডে নেই কারোর।

তবে বাংলাদেশকে আশা যোগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানের টার্গেটেও জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ইনিংসে ২১০ রান করে ইতিহাসে উঠে যান কাইল মেয়ার্স। তাই ভারতের বিপক্ষে এই ম্যাচেও তেমনটাই করতে চান দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “চট্টগ্রামে কিন্তু শেষ দিনে উইকেট অনেক ভালো হয়, আমরা একটা হেরেছি। তবে টেস্ট ক্রিকেটে সবই হতে পারে। এক দিনে সিদ্ধান্ত নেওয়া যায় না। খেলতে থাকতে হবে। চ্যালেঞ্জ অবশ্যই অনেক। তবে সবার জন্য সুযোগ, আমাদের ব্যাটসম্যান যারা আছে। লম্বা ইনিংস খেলতে পারবে। এরকম একটা ম্যাচ ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস অনেক ভালো থাকবে”।

যে উইকেট থেকে প্রতিপক্ষ তুলতে পারে ৬৬২ রান, চাইলে তুলতে পারত আরও বেশি। সেখানে উইকেটের দায় দেওয়ারও উপায় নেই। মিরাজ হাঁটছেন না সে পথে, তবে এখনো হাল না ছেড়ে কি একটা অর্জনের প্রবল ইচ্ছার কথা জানিয়ে গেছেন তিনি, “উইকেট তো ভালো ছিল, এখনও ভালো আছে। একটা জিনিস কী যে, বাস্তবায়ন করাটা খুব জরুরি। ভালো সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার মানসিকতা নিয়ে খেলা খুব জরুরি”।

“আমার মনে হয়, ব্যাটসম্যানরা আমরা বুঝতে পেরেছি আমাদের কোথায় ঘাটতি রয়েছে, প্রথম ইনিংসে আমরা কীভাবে আউট হয়েছি। আমি আশা করি ভালো একটা খেলা হবে, হার-জিত তো অনেক পরের ব্যাপার। এখনও দুই দিন বাকি আছে। আমি আশা করি আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলবে।”

Advertisement