Homeসব খবরবিনোদনপ্রথম ছবি মুক্তির অপেক্ষায় আছি : ঊর্মিলা

প্রথম ছবি মুক্তির অপেক্ষায় আছি : ঊর্মিলা

ঊর্মিলা শ্রাবন্ততী কর। অভিনেত্রী ও মডেল। আরটিভিতে আজ প্রচার হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’। এই নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

ক’দিন ধরে শুটিংয়ে দেখা যাচ্ছে না। নতুন কোনো কাজও হাতে নেননি। অভিনয়ে কি বিরতি নিচ্ছেন?

একটা অ্যাক্সিডেন্টে হাত কেটে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছি। শুটিং করতেও পারছি না। যেসব ধারাবাহিক নাটকের শুটিংয়ে শিডিউল দেওয়া ছিল, চেষ্টা করেছিলাম সেগুলো করার। আর তা করতে গিয়ে বেশ কষ্ট হয়েছে। এ জন্য নতুন কোনো কাজ হাতে নিইনি। তবে এটা অভিনয়ে বিরতি নেওয়া নয়; কাজ থেকে কয়েক দিনের ছুটি নেওয়া বলতে পারেন।

যেসব নাটকে অভিনয় করছেন, তা কতটুকু তৃপ্তি দিচ্ছে?

যখন কোনো গল্প ভালো লাগে; চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা সম্ভব হবে বলে মনে হয়, তখনই অভিনয় নিয়ে ভাবি। কিন্তু দেখা যায়, যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়, তার ধারাবাহিকতা থাকে না। শুধু এখন নয়; অনেক দিন ধরেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। বাজেট সমস্যা থেকে শুরু করে অনেক কারণেই শেষমেশ প্রত্যাশামাফিক কাজ হয়ে ওঠে না। কিন্তু অনেক সমস্যা-সংকটের পরও ভালো নাটক, টেলিছবি তৈরি হচ্ছে। অভিনয় করে দর্শকের সাড়া পাওয়া যাচ্ছে- এটাই ভালো লাগার।

‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’, ‘শান্তি মলম ১০ টাকা’সহ আপনার যে নাটকগুলো প্রচার হচ্ছে, তা নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন?

হাসির গল্প দর্শক সবসময় পছন্দ করেন। তার প্রমাণ আবারও পেয়েছি ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ ও ‘শান্তি মলম ১০ টাকা’য় অভিনয় করে। দর্শকের এই ভালো লাগা থেকেই পরিশ্রম কিছুটা সার্থক হয়ে উঠেছে।

‘ফ্রম বাংলাদেশ’ ছবিতে অভিনয় করছেন। কাজ শেষ হয়েছে কি?

ছবির কাজ প্রায় শেষ। ‘ফ্রম বাংলাদেশ’ আমার প্রথম ছবি। গৎবাঁধা গল্প থেকে সরে এসে এটি নির্মাণ করা হবে জেনেই অভিনয় করা। চেষ্টা ছিল এখানে নিজের সেরা কাজ তুলে ধরার। তাই এখন প্রথম ছবির মুক্তির অপেক্ষায় আছি। শিগগিরই এ ছবি মুক্তির ঘোষণা আসবে।

প্রথম সিনেমা সাফল্য পেলে বড় পর্দায় নিয়মিত কাজ করবেন?

অনেক দিন ধরে সিনেমায় অভিনয় নিয়ে আলাদা করে ভাবছি। কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা হয়েছে। তবে ‘ফ্রম বাংলাদেশ’ যে ধরনের গল্প নিয়ে নির্মিত, তেমন গল্প-চরিত্র পেলেই সিনেমায় নিয়মিত কাজের বিষয়ে ভাবব।-সমকাল।

Advertisement