Homeফুটবলপ্রথমার্ধে মেসির কারিশমায় এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমার্ধে মেসির কারিশমায় এগিয়ে গেল আর্জেন্টিনা

আজ মাঠে নেমেছে মেসিরা। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে ইকুয়েডর। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুদল। প্রথমার্ধে পলের গোলে এগিয়ে গেল আজেন্টিনা।

ম্যাচের ৪০তম মিনিটের লিওনেল মেসির পাসে ইকুয়েডরের জালে বল পাঠান রদ্রিগো ডি পল। এর আগে অবশ্য মেসির একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

কোপার আগের তিন আসরেই সেমি-ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। এবার ‘এ’ গ্রুপের সেরা হয়ে খেলছে শেষ আটে। আর্জেন্টিনা কোচ লিয়োনেল স্কালোনি বলেছেন, ‘এই পর্বে সব দলই সমান বিপজ্জনক। ইকুয়েডর দলটা গতিশীল, তারই সঙ্গে ওরা একটু শরীরী ফুটবলে বিশ্বাস করে। ফলে আমাদের সতর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে।’

অন্যদিকে তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও প্রতিপক্ষ নিয়ে সতর্ক। তিনি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে একটা শিরোপা জেতা সুন্দরতম বিষয় হবে। দলের সবার ভাবনাও একই। দুইবার আমরা এর কাছাকাছি গিয়েছিলাম এবং (জিততে না পারলেও) এটা থেকে আমরা দারুণ অনুপ্রেরণা পাচ্ছি। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা এটা জিততে এসেছি এটা ভাবা এবং এটাকে বাস্তবায়নের চেষ্টা করা।’

Advertisement