Homeসব খবরজেলার খবরপেয়ারার বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

পেয়ারার বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

এ বছর পেয়ারার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় পদ্ধতিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পেয়ারা। স্থানীয় চাষিরা পেয়ারা চাষে এক সবুজ বিপ্লব ঘটিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তারা বলেন, পেয়ারা হলো পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এতে রয়েছে অ্যা’ন্টি অক্সি’ডেন্ট, ভিটা’মিন ‘সি’ ও লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে আছে প্রচুর পরিমাণ ফাইবার, পটা’শিয়াম, ক্যাল’সিয়াম, প্রো’টিন ও খনিজ পদার্থ। আখাউড়ার উত্তর ইউনিয়নের আজমপুর, রাজাপুর, রামধননগর এবং পৌর এলাকার দূর্গাপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করেছেন স্থানীয় চাষিরা।

চাষি মো. মুমিন মিয়া বলেন, বাড়ি সংলগ্ন পুকুর পাড় ও পতিত জমিতে পেয়ারা চাষ করেছি। নিয়মিত পরিচর্যায় এ মৌসুমে পেয়ারার ফলন ভালো হয়েছে। ব্যবসায়ীরা বাড়ি থেকে পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে। স্থানীয় এক ফল ব্যবসায়ী বলেন, আখাউড়ায় বছর জুড়ে নানা প্রকারের মৌসুমি ফল চাষ হয়ে থাকে। ঐসব ফল আমরা সারাবছর বিক্রি করছি। বর্তমানে পেয়ারা বাজারে উঠছে। তাই এখন পেয়ারা কিনে বিভিন্ন জেলায় বিক্রি করছি। এখানকার পেয়ারা রসালো ও সুস্বাদু হওয়ায় ভালো লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, আখাউড়ায় চাষিরা পেয়ারাসহ বিভিন্ন ফল চাষ করছেন। এখানকার মাটি ঐসব ফল চাষে খুবই উপযোগী। এ মৌসুমে উপজেলায় পেয়ারার ভালো ফলন হয়েছে। পেয়ারাসহ সব ফল চাষের ফলন ভালো করতে চাষিদের সার্বিকভাবে পরামর্শ দেওয়া হয়।

Advertisement