Homeফুটবলপেলের শেষকৃত্যের সময় নির্ধারণ, ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

পেলের শেষকৃত্যের সময় নির্ধারণ, ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট ক্যারিয়ারের সেরা কিছু ম্যাচ যেখানে খেলেছেন, সেই ভিলা বেলমিরো স্টেডিয়ামে আগামী সোমবার ও মঙ্গলবার তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। পরলোকে পাড়ি জমানো কিংবদন্তি ফুটবলার পেলের নিজ শহর সান্তোসে তার শেষকৃত্য ও দাফন সম্পন্ন হবে।

একসময় সান্তোস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে। তার মৃ’ত্যুতে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাও পাওলোর বাইরে ভিলা বেলমিরো স্টেডিয়ামে জনসাধারণ পেলেকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারবে।’

‘তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জয়ীকে বহনকারী কফিনটি সোমবার ভোরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে স্টেডিয়ামে নেয়ার পর কফিনটি মাঠের মাঝখানের বৃত্তের ভেতর রাখা হবে।’

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় পেলেকে শেষশ্রদ্ধা জানানো শুরু হবে এবং ২৪ ঘণ্টা ধরে তা চলবে।পেলের কফিনটি মঙ্গলবার সান্তোসের রাস্তায় নিয়ে যাওয়া হবে। তার ১০০ বর্ষী মা সেলেস্টের বাড়ির সামনে দিয়ে কফিনটি যাবে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পেলের মা শয্যাশায়ী।

মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা নামক কবরস্থানে পেলেকে সমাধিস্থ করা হবে। সেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পেলের সান্তোসে একটি বাড়ি আছে, যেখানে তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। গুয়ারুজা শহরে তিনি জীবনের শেষ কয়েক বছর অতিবাহিত করেন।

এদিকে, কিংবদন্তির প্রয়াণে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি গেজেটের অতিরিক্ত সংস্করণে প্রকাশিত একটি ডিক্রিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। বিদায়ী প্রেসিডেন্ট আগামী রোববার কার্যালয় ত্যাগ করতে চলেছেন। ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দ্রুতই দায়িত্ব নেবেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

Advertisement