Homeসব খবরক্রিকেটপিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল : মমিনুল

পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল : মমিনুল

শেষ দিনে ১০ উইকেটে পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান। হাতে গোটা এক দিন। এমন ম্যাচ জিতবে সফরকারীরা, তা ছিল সহজেই অনুমেয়। তারপরও শেষ ভরসা হিসেবে বোলাররা চেষ্টা করলেন প্রাণান্ত। কয়েকটি উইকেটও পতন হলো পাকিস্তানের। তাতে অবশ্য জয় আটকানো গেল না।

চট্টগ্রাম টেস্ট পাকিস্তান জিতল বলতে গেলে সহজেই। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলো ৮ উইকেটে। আজ টেস্টের পঞ্চম ও শেষদিনে বাংলাদেশের দেওয়া ২০২ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে এটি টাইগারদের টানা নবম হার। ম্যাচ শেষে কথা বলেছেন মমিনুল হক।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের প্রথম এক ঘন্টা বাজে খেলে ম্যাচটা হেরে গেছি। মুশফিকুর রহীম ও লিটন দাস দুর্দান্ত ব্যাট করেছেন। পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। তবে তাদের (পাকিস্তানিদের) বিশেষ করে আফ্রিদি ও হাসান আলীকে কৃতত্ব দিতে হয়। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে।’

চট্টগ্রাম টেস্টের পিচকে ব্যাটিং-বান্ধব বলা মমিনুল নিজেই অবশ্য ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মেরেছেন ‘ডাক’। তার মতো সংগ্রাম করেছে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই। ফলে টি-টোয়েন্টির মতো হার দিয়েই টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ।

Advertisement