Homeসব খবরক্রিকেটপাপনের সমালোচনা নিয়ে চিন্তা করার সময় নেই ডোমিঙ্গোর

পাপনের সমালোচনা নিয়ে চিন্তা করার সময় নেই ডোমিঙ্গোর

বাংলাদেশ দল বিশ্বকাপের মূল পর্বে পৌছে গেলেও এখনও দলের মধ্যে চলছে মান অভিমান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বিসিবি সভাপতির কথার লড়াই চলছে ভালোভাবেই। দুজনের এই লড়াই নিয়ে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে আজ প্রশ্ন করা হলে তিনি জানান, খেলা ছাড়া বাহিরের ব্যাপারগুলো নিয়ে তার চিন্তা করার সময় নেই। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের পর বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করেন বিসিবি সভাপতি।

যা নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নিজের আক্ষেপের কথা জানালে পাপন সেটাকে রিয়াদের অতি আবেগ বলে উল্লেখ করেন। এ নিয়ে গেল দুই দিন ধরে উত্তাল ক্রিকেটাঙ্গন। তবে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এসব নিয়ে ভাবতে নারাজ। সাফ জানিয়ে দিয়েছেন, তার পূর্ণ মনোযোগ ক্রিকেটে। ডমিঙ্গো বলেন, ‘আমি এখানে এসেছি শুধু ক্রিকেটে মনোযোগ দিতে। দলের বাইরে কী হচ্ছে এ নিয়ে আমার চিন্তা করা সাজে না। আমার চিন্তা হল দলকে মানসিক ও শারীরিকভাবে ভালো করে প্রস্তুত করা।’

বিসিবি সভাপতির অসন্তোষ ছিল কোচিং নিয়েও। অতীতেও ডমিঙ্গোর কার্যক্রম নিয়ে তিনি অসন্তোষ জানিয়েছেন। তবে ডমিঙ্গোর দাবি, এসব চাপ স্পর্শ করে না তাকে, খেলোয়াড়দেরও এসব চাপ থেকে দূরে থাকার পরামর্শ দিলেন এই দক্ষিণ আফ্রিকান।

তিনি জানান, ‘বাংলাদেশের হয়ে খেলতে গেলে, ভালো না করলে সমালোচনা হবেই। আন্তর্জাতিক ক্রীড়ার অংশই এটা। কোচিংয়ের বড় এক অংশ হল যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে তাতেই মনোযোগ রাখা। মানুষ কী বলছে বা কী লিখছে তা নিয়ে আমাদের কিছু করার নেই।’ যে পারফরম্যান্স নিয়ে এত কথা, সেই পারফরম্যান্সেই তাই পূর্ণ মনোযোগ তার। ডমিঙ্গো বলেন, ‘আমরা শুধু আমাদের পারফরম্যান্সে মনোযোগ রাখতে পারি, পারফরম্যান্সে উন্নতি করতে পারি। এসব নিয়ে ভাবতে গেলে আমাদের মনোযোগ সরে যাবে। এটাই ক্রিকেট।’

Advertisement