Homeসব খবরজেলার খবরপাথরঘাটায় লোকালয় থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধার

পাথরঘাটায় লোকালয় থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধার

বন থেকে লোকালয়ে চলে আসে একটি মেছোবাঘের বাচ্চা। এরপর মেছোবাঘটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এই ঘটনাটি ঘটে বরগুনার পাথরঘাটায়।

আজ সোমবার দুপুরে মেছোবাঘটি বনে অবমুক্ত করে পাথরঘাটা বনবিভাগ। এর আগে, একইদিন বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজার থেকে এটি উদ্ধার করা হয়।

জানা যায়, বেলা ১১টার দিকে কাকচিড়া বাজার এলাকায় মেছোবাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে পাথরঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা মো. কবির এটি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন।

পাথরঘাটা বন বিভাগের কাকচিড়া বিট কর্মকর্তা মো. কবির জানান, স্থানীয়রা লোকালয়ে মেছোবাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে সেটি উদ্ধার করে পার্শ্ববর্তী মনে অবমুক্ত করা হয়েছে।

Advertisement