Homeসব খবরক্রিকেটপাঞ্জাবের প্রতিটি ব্যাটসম্যানদের সারাক্ষণ ভাবনায় রেখেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর...

পাঞ্জাবের প্রতিটি ব্যাটসম্যানদের সারাক্ষণ ভাবনায় রেখেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান

গতকাল মঙ্গলবার রাতে মোস্তাফিজুর রহমানকে দিয়ে আইপিএলের ফিরতি পর্বে নিজেদের বোলিং ইনিংসের সূচনা করেছে রাজস্থান রয়্যালস। প্রথম ওভারটিতে মাত্র ৪ রান খরচ করেন দ্য ফিজ। পরে ইনিংসের ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসেও ঠিক ৪ রান দেন এ বাঁহাতি পেসার।

সমীকরণ যখন ১২ বলে ৮ রান; তখন নিজের শেষ ওভারে ৪ রান দেয়ার মাধ্যমেই ম্যাচ মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ। পরে ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান খরচ করে রাজস্থানকে ২ রানের অবিশ্বাস্য এক জয় এনে দেন ২০ বছর বয়সী তরুণ ডানহাতি পেসার কার্তিক তিয়াগি।

এদিন বাংলাদেশের এই পেসার বোলিং করেছেন মাথা খাটিয়ে। গতি পরিবর্তন করে সারাক্ষণ ভাবনায় রেখেছেন ব্যাটসম্যানদের। লেংথেরও পরিবর্তন করেছেন। ওয়াইড ইয়র্কারের চেষ্টা দেখা গেছে কয়েকবার। ক্রিজও ব্যবহার করেছেন দারুণভাবে। ১৯তম ওভারে ওয়াইড ক্রিজ থেকে অ্যাঙ্গেল তৈরি করে পুরানকে পরীক্ষায় ফেলেন তিনি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবের রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজ দেন স্রেফ ৪ রান। চেতন সাকারিয়ার পরের ওভারে আউট হতে পারতেন লোকেশ রাহুল। পয়েন্টে ডাইভ দিয়ে ক্যাচ নিতে পারেননি এভিন লুইস। জীবন পেয়ে সাকারিয়ার পরের ওভারে পরপর তিন বলে রাহুল মারেন একটি চার ও দুটি ছক্কা।

পাঞ্জাব অধিনায়ক ২৯ রানে আবার জীবন পান ক্রিস মরিসের বলে, মিড অন থেকে পেছনে দৌড়ে বল হাতে রাখতে পারেননি রিয়ান পারাগ। পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজ বোলিংয়ে ফিরে দ্বিতীয় বলে দারুণ ডেলিভারিতে পরাস্ত করেন মায়াঙ্ক আগারওয়ালকে। পরের বলে বাউন্ডারি হজম করলেও চতুর্থ বলে পেতে পারতেন উইকেট। কিন্তু শর্ট থার্ডম্যানে ক্যাচ ফেলেন সাকারিয়া। এবারও ব্যাটসম্যান রাহুল!

আইপিএল ইতিহাসে এর আগে পাওয়ার প্লের মধ্যে তিনবার জীবন পেয়েছিলেন আর কেবল একজনই, ২০০৯ আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই সময়ের কিংস ইলেভেন পাঞ্জাবের সানি সোহেল ।

Advertisement