Homeসব খবরক্রিকেটপাকিস্তানের পক্ষে দাঁড়াল ড্যারেন স্যামি

পাকিস্তানের পক্ষে দাঁড়াল ড্যারেন স্যামি

ক্রিকেট বিশ্বের এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করা। নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আজ সারাদিন এই নিয়ে চলছিল নানা আলোচনা এবং সমালোচনা।

ইতিমধ্যেই এটিকে পাকিস্তান ক্রিকেট দলকে হ’ত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তার। এছাড়াও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রমিজ রাজা। এবার সেই তালিকায় যোগ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ড্যারেন সামি।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেট খেলা আসছেন ড্যারেন সামি। পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ একাধিক আসরে পাকিস্তানি খেলেছেন তিনি। বিভিন্ন সময় পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে তাকে সুনাম করতে দেখা গিয়েছে। এবারও তিনি সেটি করেছেন। নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন তিনি। টুইটারে ড্যারেন সামি বলেন,

“নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করা এটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তান ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত।”

Advertisement