Homeসব খবরক্রিকেটপরের ম্যাচে ঘুরে দাঁড়াব : সোহান

পরের ম্যাচে ঘুরে দাঁড়াব : সোহান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছে টাইগাররা। ফলে ১৭ রানের হার দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন নুরুল হাসান সোহান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেন, ‘বল হাতে শেষের কয়েকটি ওভার খুব বাজে হয়েছে আমাদের। পরের ম্যাচে এই জায়গাটায় উন্নতি করতে হবে। ওদের যদি ১০-১৫ রান কম হতো, তাহলে আমাদের জন্য একটি পজিটিভ ফল আসত। পিচ ভালো ছিল, ভেবেছিলাম এই রান তাড়া করতে পারব। আশা করি, দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।’

এদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে ২০৫ রান করার প্রত্যাশা করেনি। অধিনায়ক ক্রেগ আরভিনের মতে, মিডল ওভারে ছেলেরা সত্যিই অপ্রত্যাশিত ভালো করেছে। সিকান্দার রাজা ও ওয়েলসি মেধেভেরে ওই অপ্রত্যাশিত ব্যাটিং করেছেন।

রাজা আড়াইশ স্ট্রাইক রেটে ৬৫ এবং মেধেভেরে ৪৬ বলে ৬৭ রান করে দলকে টি-২০ ফরম্যাটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান এনে দেন। শেষ দুই ওভারে শরিফুল এবং মুস্তাফিজ খুবই বাজে বোলিং করেছেন। দু’জনই ১৯ করে রান দিয়ে বসেন। দলের সেরা দুই বোলারের লাগামহীন বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন অপেক্ষাকৃত তরুণ টি-২০ দলের নেতৃত্বভার পাওয়া নুরুল হাসান সোহান। তার মতে, সামনের ম্যাচে কিছু ওভার ভালো করতে হবে।

ম্যাচ শেষে সোহান বলেন, ‘১০-১৫ রান কম হলে এটা আমাদের জন্য ইতিবাচক ম্যাচ হতে পারতো। আগামী ম্যাচে কিছু ওভার ভালো করার চ্যালেঞ্জ নিতে হবে। উইকেট খুবই ভালো ছিল। যে রানটা ছিল আশা করেছিলাম তাড়া করতে পারবো। সামনের ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছি।’

ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সিকান্দার রাজা জানিয়েছেন, তারা ১৭০-১৮০ রান হলে জেতা সম্ভব বলে মনে করেছিলেন। ১৮৮ রান তুলে বাংলাদেশ অবশ্য তাকে ভুল প্রমাণ করেছে, ‘আমরা ভেবেছিলাম ১৭০-১৮০ রানই যথেষ্ট। ২০৬ রান হবে ভাবিনি। কিছু বল জোরে, কিছু বল নিচু হয়ে আসছিল। ওসব এখন আর ভাবনার বিষয় না।’

Advertisement