Homeসব খবরক্রিকেটপরিবর্তিত হলো বিপিএল ফাইনালের সময়

পরিবর্তিত হলো বিপিএল ফাইনালের সময়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি।সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে এখন তা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

অর্থাৎ আগামী শুক্রবার ফাইনাল মাঠে গড়াবে বিকাল সাড়ে ৫টায়। আজ (বুধবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে বলা হয়, ‘১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার জয়ী দল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশালের।’

ইতোমধ্যে এবারের বিপিএল পেয়ে গেছে এক ফাইনালিস্টকে। আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

দ্বিতীয় ফাইনালিস্টও চূড়ান্ত হয়ে যাবে বুধবার (১৬ ফেব্রুয়ারি)। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে এদিন মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।

Advertisement