Homeসব খবরবিনোদনপদ্মা সেতু পার হয়ে মাহি বললেন, আলহামদুলিল্লাহ

পদ্মা সেতু পার হয়ে মাহি বললেন, আলহামদুলিল্লাহ

চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। প্রকাশ করেছেন সেতুতে দাঁড়ানো ছবিও। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এ নিয়ে উন্মাদনা থামছেই না। সাধারণ মানুষের পাশাপাশি সেতু নিয়ে আনন্দ উদ্‌যাপনে মেতেছেন বাংলাদেশের তারকারাও।

সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকারা ঘুরে আসছেন সেই স্বপ্নের সেতু থেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। গত সোমবার (২৭ জুন) ভোরে স্বামী রাকিব সরকারকে নিয়ে পদ্মা সেতু ভ্রমণ করেন মাহিয়া মাহি। এদিন মাহি ফেসবুকেও লাইভে আসেন। ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতু দিয়ে তারা ফরিদপুর থেকে ঢাকা আসছেন।

ভিডিওতে মাহিকে বলতে শোনা যায়, এটা একটা স্মৃতি। এতো ভোরবেলা তো কেউ আসে না। আমরা এখন পদ্মা সেতুতে। আমরা কিন্তু ঢাকা থেকে যাচ্ছি না বরং ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি। সেদিন মাহি কোনো ছবি প্রকাশ না করলেও মঙ্গলবার (২৮ জুন) সেতুতে দাঁড়ানো অবস্থায় দুটি ছবি প্রকাশ করেন। যেখানে সেতুর রেলিং ধরে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মাহিকে দেখা যায়। মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ।

এ সময় রাকিব সরকার বলেন, শুধু আমি না, আমার মতো লক্ষ-কোটি মানুষ অপেক্ষায় ছিল যে, কবে উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। কবে যান চলাচল শুরু হবে সেতু দিয়ে। কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করবেন। তো যখন পদ্মা সেতু উদ্বোধন হলো তখন আমরা সিলেট ছিলাম। সেখান থেকে গত রোববার ফিরেছি।’ এ সময় পদ্মা সেতু দিয়ে পারাপারের সুবিধার বিষয়গুলো তুলে ধরেন রাকিব সরকার।

Advertisement