Homeসব খবরজাতীয়পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

এখন উদ্বোধনের অপেক্ষা। সেতুতে রেল লাইন স্থাপনসহ আনুষাঙ্গিক সব কাজ শেষ। জানা গেছে, পরীক্ষামূলক ট্রেনটি (গ্যাংকার) আজ বেলা ১২টায় ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশন পর্যন্ত চলবে।

পদ্মা সেতুতে পাথরবিহীন ৬ দশমিক ১৫ কিলোমিটার এই রেলপথে গ্যাংকার চালানোর সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেল সচিব ড. মো. হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রেল সচিব বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের পাশাপাশি এই পথের রেল লিংকসহ অন্যান্য অবকাঠমো নির্মাণ বিষয়গুলোর বাস্তবায়ন কাজ পরিদর্শন করা হবে।

প্রকল্প পরিচালক আফজাল হোসেন জানান, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সময় কিছু বগি এর সঙ্গে যোগ দেয়ার ইচ্ছা আছে। যদি ম্যানেজ করা যায় তবে বগিসহ ট্রেস পরিচালনা করা হবে।

Advertisement