Homeসব খবরজেলার খবরনিজের প্রতি আত্মবিশ্বাস, অটুট লক্ষ্যে গরুর খামারে ফয়সালের ভাগ্যবদল

নিজের প্রতি আত্মবিশ্বাস, অটুট লক্ষ্যে গরুর খামারে ফয়সালের ভাগ্যবদল

নিজের প্রতি আত্মবিশ্বাস, লক্ষ্য অটুট রেখে মনে সাহস নিয়ে এগিয়েছিলাম। বিশ্বাস ছিল সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করলে কাজে সফলতা আসবেই– বলছিলেন ছাতকের ফয়সাল এগ্রো ফার্মের কর্ণধার মো. ফয়সাল আহমেদ। শখের বসে একটি গরু দিয়ে খামার শুরু করেছিলেন। এখন দেশি-বিদেশি ১৯টি গরু রয়েছে ফয়সালের খামারে। সফল এই উদ্যোক্তা বর্তমানে উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। ছাতকের কালারুকা ইউনিয়নের কাজিহাটা গ্রামের বাসিন্দা ফয়সাল। পেশায় তিনি একজন দলিল লেখক।

কিন্তু মনে মনে সবসময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। নিজের জমানো আড়াই লাখ টাকায় ২০১৩ সালে একটি বিদেশি জাতের গরু কিনে খামার শুরু করেন তিনি। ক্রমেই তাঁর খামারে বাড়তে থাকে গরুর সংখ্যা। এসব গরুর জন্য সার্বক্ষণিক পরিচর্যায় পাঁচজনের কর্মসংস্থান হয়েছে ফয়সালের খামারে। ধারাবাহিক সাফল্যে চলতি বছর উপজেলার সেরা খামারির পুরস্কার জেতেন তিনি।

ফয়সালের খামারে বর্তমানে ছয়টি উন্নত ফ্রিজিয়ান জাতের গাভি রয়েছে। এসব গাভি থেকে প্রতিদিন ১০০ লিটারের বেশি দুধ পেয়ে থাকেন। যার বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা। তবে দুধ বাজারজাতকরণে মাঝেমধ্যে কিছুটা সমস্যায় পড়ে থাকেন। এ ছাড়া গত ঈদুল আজহায় প্রায় ৯ লাখ টাকায় দুটি ষাঁড় বিক্রি করেছেন। ভালো মুনাফা হওয়ায় আগামীতে অধিক পরিমাণে ষাঁড় মোটাতাজাকরণ পালনের পরিকল্পনা রয়েছে তাঁর।

ফয়সাল আহমদ বলেন, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলে বেড়াতে গিয়ে সেখানকার ডেইরি ফার্ম দেখে আমার আগ্রহ তৈরি হয়। মূলত শখের বসেই ডেইরি ফার্ম স্থাপন করি। তিনি জানান, গরুর খামার গড়ার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজেদের থাকার জন্য বাড়িতে পাকা ভবন নির্মাণ করেছেন। বর্তমানে তাঁর খামারের গরুর জন্য নিজস্ব জমিতেই ঘাষের চাষ করছেন। তিনি বলেন, শিক্ষিত যুবকরা চাকরির পিছে না ছুটে সঠিক পরিকল্পনা অনুযায়ী সাহস রেখে ডেইরি ফার্ম পরিচালনা করলে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল হোসাইন বলেন, ফয়সাল আহমদের ডেইরি ফার্ম দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে খামার গড়তে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ছাতকে ডেইরি ফার্মের উদ্যোক্তা বাড়ছে। এ বিষয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের পাশাপাশি উপজেলা পরিষদ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।-সূত্র: সমকাল।

Advertisement