Homeসব খবরক্রিকেটনিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে টি-২০ র‌্যাংকিংয়ে যে স্থানে উঠবে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে টি-২০ র‌্যাংকিংয়ে যে স্থানে উঠবে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজ জিতলে বাংলাদেশ র‍্যাংকিংয়ে এগোবে নিশ্চিতভাবেই। তবে একইসাথে আছে র‍্যাংকিং টেবিলে বড় লাফের সুযোগ। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারে অর্থাৎ হোয়াইটওয়াশ করতে পারে তাহলে টাইগারদের রেটিং বাড়বে ১৪ পয়েন্ট। বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের রেটিং ২৩৪। অর্থাৎ, কিউইরা হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ২৪৮। ২৪৮ রেটিং পয়েন্ট পেলে বাংলাদেশ উঠে আসবে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে।

হোয়াইটওয়াশ হলে চারে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে, যারা এখন অবস্থান করছে তৃতীয় স্থানে। বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৩। হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে হবে ২৫০। বর্তমানে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে অবস্থান করছে পাকিস্তান, কিউইদের অবনমন হলে যারা তৃতীয় স্থানে উত্থিত হবে।

তাই র‌্যাঙ্কিংয়ে উন্নতিতে চোখ রেখেই কিউইদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুতি শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ১৩ দিনের ছুটি থাকলেও গতকাল মাঠে হাজির হয়েছেন টি-টোয়েন্টি দলের বেশির ভাগ ক্রিকেটার। মাঠে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন অধিনায়কও। পুরো অনুশীলন নজরদারি করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও তার স্টাফরা। এদিন ইনডোরে নেটে ব্যাটিং-বোলিং নিয়ে মুশফিকুর রহীম, লিটন দাস ও শামীম পাটোয়ারীরা ব্যস্ত সময় পার করেন।

যদিও এখনো স্বাগতিকরা সিরিজের জন্য দল ঘোষণা করেনি বিসিবি। অন্যদিকে অক্টোবরেই বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে ওমান যেতে হবে টাইগারদের। সেখান থেকে মূলপর্বে খেলার টিকিট নিয়ে আসতে হবে দুবাইয়ে। তার আগে নিউজিল্যান্ড সিরিজ থেকে আত্মবিশ্বাসটাও নিতে চান অধিনায়ক। মাহমুদুল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। আমরা যদি ভালো করতে পারি এবং সেখান থেকে আত্মবিশ্বাস অর্জন করতে পারি বিশ্বকাপ শুরুর আগে আমাদের দলের জন্য বড় বুস্ট হবে।’

Advertisement