Homeসব খবরক্রিকেট‘নিউজিল্যান্ডকেও হারাবো’

‘নিউজিল্যান্ডকেও হারাবো’

অস্ট্রেলিয়া পর এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ তারিখে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটাররা। বাংলাদেশ সফরে আসছেন না কেন উইলিয়ামস, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন সহ আরো অনেক ক্রিকেটার।

নিউ জিল্যান্ডের দল দেখে স্বভাবতই হতাশ ডমিঙ্গো,‘তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে কখনো জেতেনি বাংলাদেশ। ১০ ম্যাচ খেলে হার ১০টিতেই। এবার পরাজয়ের ব্যবধান কমানোর মোক্ষম সুযোগ বাংলাদেশের সামনে। অতিথিদের হারাতে ডমিঙ্গো বেশ আত্মবিশ্বাসী,‘ ‘এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরী। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করার আছে।’

বাংলাদেশ-নিউ জিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে পহেলা সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Advertisement