Homeসব খবরজেলার খবরনওগাঁয় ডাব বেগুন চাষে মিলছে সফলতা!

নওগাঁয় ডাব বেগুন চাষে মিলছে সফলতা!

কৃষি বিভাগ থেকে কৃষকদের বিনামূল্যে ডাক জাতের বেগুনের বীজ দেওয়া হয়। নওগাঁয় পরিক্ষামূলকভাবে ডাব বেগুনের চাষ হচ্ছে। অন্যান্য জেলায় সফল ভাবে এই বেগুনের চাষ হলে এবার নওগাঁতেও এর চাষ করা হয়।

দেখাতে ডাবের মতো হওয়ায় এর নাম ডাব বেগুন রাখা হয়। এটি একটি উচ্চ ফলনশীল জাত। তাই কৃষি বিভাগ প্রান্তিক পর্যায়ে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের চাষিদের বিনামূল্যে ডাব বেগুনের বীজ দেওয়া হয়। গত রমজানে বেগুনের বেশ চাহিদা থাকায় বাজারে দামও ভালো ছিল।

চাষি আসলাম বলেন, গত রমজানে বেগুনের ব্যাপক চাহিদা ছিল। আর এই জাতের বেগুন আকারে বেশ বড় হয়। তরকারি, ভাজি, ভর্তা এমনটি বেগুনীতেও এই বেগুনের ব্যবহার করা যায় বলে এর চাহিদা দিন দিন বাড়ছে। এর আগেও এর চাষ করে লাভবান হয়েছি। আশা করছি এবারও ফলন বেশি পাবো পাশাপাশি ভালো বাজার দরে বিক্রি করে লাভবান হতে পারবো।

কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, চলতি বছর রাণীনগর উপজেলায় পরিক্ষামূলক ভাবে প্রায় ১৫ বিঘা জমিতে এই জাতের বেগুন চাষ করা হয়েছে। এটি হাইব্রিড নয়। তবে এটি একটি উচ্চ ফলনশীল জাত। বাজারে এর বেশ চাহিদা ও মূল্য রয়েছে।

তিনি আরও বলেন, এর আগে এই জাতের বেগুন চাষ করে কৃষক আসলাম লাভবান হয়েছেন। তারপরই আমরা এই বেগুনের ‍বিস্তৃতির জন্য এই উপজেলার ৮টি ইউনিয়নের কৃকদের মাঝে বীজ বিতরণ করি। আগামীতে এই উপজেলার উৎপাদিত ডাব বেগুন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করা হবে বলে আশা করছি।

Advertisement