Homeসব খবরক্রিকেটদোয়া করবেন, এই বিপিএল দিয়েই যেন জাতীয় দলে ফিরতে...

দোয়া করবেন, এই বিপিএল দিয়েই যেন জাতীয় দলে ফিরতে পারি : সাব্বির

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন সাব্বির। বিপিএলের মাধ্যমেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন অলরাউন্ডার সাব্বির রহমান। একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অটো চার্জ হলেও বর্তমান সময়ে পারফরম্যান্স হারিয়েছেন সাব্বির।

সর্বশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সাব্বির রহমান। এরপর থেকেই হারিয়ে গেছেন তিনি। তবে জাতীয় দলে ফিরতে আবারো কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। দলে ফিরতে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে সুযোগ করে নিতে চান সাব্বির রহমান। বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে খেলবেন সাব্বির। এর আগে বিপিএলে সেঞ্চুরি করার অভিজ্ঞতা রয়েছে সাব্বির রহমানের। ‌আজ সাংবাদিকদের সাথে আলাপকালে সাব্বির রহমান বলেন, “বিপিএলের জন্যই অনুশীলন করছি। এতো পরিশ্রম করছি। আশা করি এটা যেন বিপিএল টা ভালো কাটে, এই বিপিএল দিয়েই যেন জাতীয় দলে ফিরতে পারি। আমার জন্য সবাই এই দোয়া করবেন। ভালো করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। এখনও আত্মবিশ্বাস আছে। দেখা যাক কী হয়।”

সাব্বির আরও বলেন, “এটা অনেক বড় একটা মঞ্চ। শুধু আমার জন্য না, যারা জাতীয় দলের বাইরে আছে সবার জন্য। আশা করি, এখানে ভালো পারফর্ম করে সবাই জাতীয় দলে জায়গা কয়রে নিবে। আমার আত্মবিশ্বাস খুবই ভালো। ভালো অনুশীলন করেছি, এখন যদি বিপিএলে ভালো কিছু করেত পারি। দেখা যাক কি হয়।”

Advertisement