Homeসব খবরজেলার খবরদেড় লাখেও বিক্রি করছেন না ৫ মাস বয়সী বাছুর,...

দেড় লাখেও বিক্রি করছেন না ৫ মাস বয়সী বাছুর, খামারির আশা ৫ লাখ

প্রায় ৫ মাস বয়সের এই এঁড়ে বাছুর উচ্চতায় ১৭ ইঞ্চি, দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং ওজনে ২০ কেজি হওয়ায় এঅঞ্চলে সাড়া ফেলে দিয়েছে। এই বাছুরটিকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় করছেন মালিকের বাড়িতে। যাশোরের ৫ মাসের বাছুর ’ঝন্টু’ দাম ৫ লাখ টাকা। যশোর মণিরামপুর উপজেলায় জন্ম খার্বাকৃতির গরু ‘ঝন্টু’।

যশোর মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের সরোয়ারের বাড়িতে পোষা গাভীটি এই এঁড়ে বাছুরটির জন্ম দেয়। বর্তমানে বাছুরটির বয়স ৫ মাস। এতো অল্প বয়সের এই বাছুরের উচ্চতা, দৈর্ঘ্য ও ওজনের কারণে গিনেজ রেকর্ডে নাম উঠতে পারে। অনেকেই ৫ মাস বয়সের এই এঁড়ে বাছুরটি কিনতে আগ্রহী। ৫ লাখ টাকা দাম হাঁকা হচ্ছে।

বাছুর মালিক সরোয়ার হোসেন জানান, তার তিনটি গাভীর মধ্যে একটি গাভী এই এঁড়ে বাছুরটির জন্ম দেয়। দূর-দূরান্ত থেকে বাছুরটি এক নজর দেখতে বাড়িতে অনেক মানুষ ভিড় জমাচ্ছে। আদর করে বাছুরটির নাম ‘ঝন্টু‘ রাখেন। পাবনা থেকে কয়েকজন লোক বাড়িতে এসে বাছুরটি কিনতে চান। বাছুরটির দাম ৫ লাভ টাকা চাওয়ার পর তারা দেড় লাখ টাকা দিতে চান। কিন্তু তিনি বিক্রি করেননি।

গাভির বীজ বিক্রয়কারী সাইফুল কবীর জানান, তিনি এডিএল (আমেরিকান ডেইরি লিমিটেড) কোম্পানির সিমেন (বীজ) বিক্রি করেন। সরোয়ারের তিন গাভীর জন্য এই সিমেন দেয়া হলেও একটি বাওন (খর্বাকৃতির) এঁড়েবাছুর জন্ম নেয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় জানান, জেনেটিক্যাল কারণে এটি হতে পারে। তবে বাছুরটি দেখে বাকিটা বলতে পারবেন।

Advertisement