Homeসব খবরক্রিকেটদেশের উইকেট উন্নতি করলে বিশ্বআসরে ভালো করা সম্ভব :...

দেশের উইকেট উন্নতি করলে বিশ্বআসরে ভালো করা সম্ভব : তাসকিন আহমেদ

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ভালো কিছু করার আশা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। কিন্তু মূল পর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে বাংলাদেশের হয়ে এই দিন দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৪ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন দুই উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবির কারণ মিরপুরের উইকেট।

দেশের ক্রিকেটে ভালো করলেও বিদেশের মাটিতে এখনো পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশের উইকেট কে দায়ী করেছেন তাসকিন আহমেদ।

তিনি বলেন, ”বিশ্বকাপের উইকেটগুলো স্পোর্টিং উইকেট হয়ে থাকে এখানেও তাই। সেদিক থেকে আমাদের দেশের উইকেটগুলো একটু ভিন্ন। সেখানে আমরা সেরা পারফর্ম করলেও এসব উইকেটে করতে পারছিনা। তাই আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করতে আমাদের দেশের উইকেটও এমন হতে হবে।”

তাসকিন আহমেদ জানান, পুরো বিশ্বকাপ জুড়েই দলের সবাই নিজের শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছে তবে সেটা কার্যকরী হয়নি। এরকম কন্ডিশনে কেউ ভালো করতে পারিনি সেটার ব্যর্থতাটা নিজেদেরই বলে জানান তাসকিন আহমেদ।

Advertisement