Homeসব খবরবিনোদনদুষ্টু কোকিল গানটি নিয়ে শাকিব খানও বেশ প্রশংসা করেছেন...

দুষ্টু কোকিল গানটি নিয়ে শাকিব খানও বেশ প্রশংসা করেছেন : কনা

দিলশাদ নাহার কনা। ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমায় রয়েছে তাঁর গান ‘দুষ্টু কোকিল’। এটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে

‘দুষ্টু কোকিল’ গানটি এখন অনেক শ্রোতার মুখে মুখে। এ সাফল্য কেমন উপভোগ করছেন?

খুবই ভালো লাগছে নিজের গানের এ সাফল্যে। এর আগেও আমার গানের ভিউ কোটি কোটি হয়েছে। তবে এ গানটি খুব অল্প সময়ে শ্রোতারা বেশ শুনেছেন। সামাজিক মাধ্যমে অজস্র রিলে ভরে গেছে। শুধু ভিউ নয়, গানটি শ্রোতার হৃদয়ে জায়গা করেছে। পুরো ‘তুফান’ সিনেমাটি নিয়ে অনেকদিন ধরে সবার মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা ছিল। এটি সিনেমার একটি বিশেষ দিক। সিনেমাটিও বড় বাজেটের। সব মিলিয়ে দর্শক-শ্রোতা সিনেমাটির সঙ্গে গানটিও বেশ গ্রহণ করেছেন।

দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন নিশ্চয়ই-

সিনেমাটি মুক্তির পর পরই আমি দেখেছি। ‘দুষ্টু কোকিল’ গানটি যখনই স্ক্রিনে এসেছে দর্শকের মনে আনন্দের জোয়ার দেখে অন্যরকম প্রশান্তি পেয়েছি। গানের কথাগুলো অনেক সহজ। সিনেমায় উপযুক্ত সময়ে গানটি ব্যবহার করা হয়েছে। এ কারণে শ্রোতা এর সঙ্গে একাত্ম হতে পেরেছেন। গত সোমবার রাতেও সিনেমার একটি শোতে হাজির হয়েছিলাম। ওই শোতে সিনেমার প্রায় সকল কলাকুশলীই ছিলেন। আমি, শাকিব খান ও চঞ্চল চৌধুরী মিলে একই সারিতে সিনেমাটি দেখেছি। নির্মাতাও ছিলেন। সবার সঙ্গে বেশ আনন্দময় সময় কেটেছে।

গানটি রেকর্ডিংয়ের সময়ে কখনও কী মনে হয়েছে গানটি শ্রোতার এত ভালো লাগবে?

একটু আশা তো ছিলই। আইটেম সংটির হুক লাইন ‘দুষ্টু কোকিল ডাকেরে’ খুব ক্যাচি ছিল। তখনই মনে হচ্ছিল গানটি ক্লিক করবে। অভিজ্ঞতা থেকে তো কিছু বলা যায়। কিন্তু এত অল্প সময়ে গানটি ব্লকবাস্টার হিট হবে তা ভাবিনি।

কিছুদিন আগে আপনার গাওয়া ‘আমার অন্তরায় আমার কলিজায়’ শিরোনামে একটি ফোক গান প্রকাশ হয়েছে। গানটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

ঈদের এ গানটি নিয়ে আমার দুঃখবোধ আছে। গানটি যেদিন প্রকাশ হয়েছে ঠিক একই দিন ‘দুষ্টু কোকিল’ও এসেছে। গানটি একটু আগে পরে রিলিজ হলে ভালো হতো। ‘লিভিং রুম সেশন’ নামের মিউজিক্যাল প্রজেক্টের প্রথম গানটিও আমি গেয়েছিলাম। শেষ গানটিও আয়োজক কর্তৃপক্ষ আমাকে দিয়ে গাইয়েছে। গানটির পরিবেশনা চমৎকার। অনেকের কাছ থেকে এ গানটিরও প্রশংসা পেয়েছি।

গানটি নিয়ে সবার মধ্যে উচ্ছ্বাস থাকলেও শাকিব খানকে একটু নীরবই দেখা গেছে। তাঁর অফিসিয়াল ফেসবুকেও গানটি শেয়ার করতে দেখা যায়নি..

হতে পারে হয়তো ব্যস্ততায় সব ভুলে গেছেন তিনি। সেদিনের প্রিমিয়ার শোতে আমার সঙ্গে তাঁর দেখা হওয়ার পরই গানটি নিয়ে তিনি কিন্তু বেশ প্রশংসা করেছেন। বললেন, ফাটিয়ে দিয়েছো। শাকিব খান নিজ পেজে গানটি শেয়ার দেননি বলে মানুষ অনেক কিছু বানাচ্ছে। বিষয়টি মোটেও ঠিক নয়।

এরইমধ্যে নতুন কোন গান রেকর্ডিং করেছেন?

নতুন গান তো করেছি। তা বলা যাবে না। এখন তো গান প্রকাশ নিয়ে একটু রাখডাক করা হয়। এমনটি এক দশক আগে ছিল না। গান করেই সব তথ্য প্রকাশ করা যেত। এখন সবাই একটু এক্সক্লুসিভ রাখতে চায়। আমি এটিকে ইতিবাচক ভাবেই দেখি।

অভিনয় আর নাচ নিয়ে নতুন করে কিছু ভাবছেন?

২০০৬ সালে একবার অভিনয় করেছিলাম, তারপর এ নিয়ে তেমন কিছু ভাবিনি। তবে মিউজিক ভিডিওর জন্য নাচের চর্চাটা মাঝে মধ্যে হয়। চঞ্চল ভাই দু’দিন আগে অভিনয় করব কিনা মজা করে জানতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে আমি অভিনয় করেছিলাম। ওই সময় আমি ছোট ছিলাম। নিজের গানের মিউজিক ভিডিওতে মুখ দেখাতে দেখাতে অভিনয় একটু হলেও আয়ত্ত হয়েছে। এখন তো অনেক ভালো ভালো কাজ হচ্ছে। অনেকেই অভিনয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন। মাঝে মধ্যে মনে হয় ভালো কাজের প্রস্তাব পেলে অভিনয় করি। পরক্ষণেই আর মন টানে না। এ মুহূর্তে গান ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা নেই।

শ্রোতাদের উদ্দেশে কিছু বলার আছে?

শ্রোতার ভালোবাসায়ই আজ আমি এতদূর এসেছি। সব মাধ্যমেই গান করছি। তারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি সহজ সরল গানের মানুষ। সহজভাবে গানকে ভালোবাসি। তারাও আমাকে সহজভাবে ভালোবাসেন। আমি শ্রোতার প্রতি কৃতজ্ঞ। খুবই আনন্দিত। সবাই বাংলা গানের সঙ্গে থাকবেন–এটাই চাওয়া।

সূত্র: সমকাল।

Advertisement